শেষ আপডেট: 13th September 2024 21:46
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের মাদারীপুরে সুনীল গঙ্গোপাধ্যায়ের ভিটা দখলের চেষ্টার প্রতিবাদে শুক্রবার ঢাকায় প্রতিবাদ সমাবেশ হল। শুক্রবার বিকালে সে দেশের লেখক-শিল্পী-বুদ্ধিজীবীদের একাংশ শাহবাগ উদ্যানে বিকাল তিনটেয় প্রতিবাদ সভায় সমবেত হন। ‘আমার প্রিয় বাংলাদেশ’ নামে একটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে।
সেখানে বক্তারা সুনীলের ভিটা দখলের চেষ্টা রুখতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। সেই সঙ্গে সুনীলের কবিতা, গল্প পাঠ করেন বহু মানুষ।
মাদারীপর জেলার ডাসা উপজেলায় কালকিনি গ্রামের মেইজপাড়ায় অবস্থিত সুনীলের ভিটা বিএনপি নেতা সোহেল হাওলাদার দখল নিয়ে চালের গুদাম বানিয়েছে বলে অভিযোগ ওঠে। সেখানে একটি ঘরে সুনীলের নামে লাইব্রেরি ছিল। সেটি ভাঙচুর করে বইবত্র এবং অন্যান্য স্মারক সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ।
জেলা প্রশাসন অবশ্য জানিয়েছে, অভিযোগ পেয়ে তারা বাড়িটি দখলমুক্ত করেছে। ঢাকার প্রতিবাদ সমাবেশের আয়োজকদের একজন বলেন, আমরা চাইব, সরকার বাড়িটি অধিগ্রহণ করে সংস্কারের ব্যবস্থা করুক। তাঁর অভিযোগ, রাজশাহীতে ঋত্বিক ঘটকের বাড়ি ভেঙে ফেলা সম্ভব হয়েছে প্রশাসনের উদাসীনতার কারণে।
প্রতিবাদ সভার উদ্যোক্তারা জানিয়েছেন, অনুষ্ঠানে কালজয়ী চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙরের প্রতিবাদ জানানো হয়। সেই সঙ্গে পাবনায় কিংবদন্তী জন অভিনেত্রী সুচিত্রা সেনের বাড়ি সংরক্ষণ করার দাবি করা হয়। প্রতিবাদ সভার প্রতি সংহতি জানিয়ে একজন বক্তা ৭২'র সংবিধানের আলোকে অসাম্প্রদায়িক বৈষম্যহীন মুক্তিযুদ্ধের মর্ম অনুভব সহ গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও মানবিক বাংলাদেশ বিনির্মানের আহবান জানান। আমার প্রিয় বাংলাদেশ এর পক্ষ থেকে সকলকে তাদের সাথে যুক্ত থাকার আহবান করা হয়।