শেষ আপডেট: 10th March 2025 14:39
দ্য ওয়াল ব্যুরো: পদত্যাগ করলেন বাংলাদেশের (Bangladesh) প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের (Md Yunus) আর এক বিশেষ সহকারী। তিনি অধ্যাপক আমিনুল ইসলাম (Aminul Islam)। তিনি সোমবার একটু আগে পদত্যাগ করছেন। মহম্মদ ইউনুসের শিক্ষা বিষয়ক সহকারী ছিলেন তিনি।
এর আগে গত সপ্তাহে শিক্ষা উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন ওয়াহিদউদ্দিন মাহমুদ (Ohauddin Mahmud) । তিনি এখন শুধু পরিকল্পনা মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন। নতুন শিক্ষা উপদেষ্টা হয়েছেন অধ্যাপক চৌধুরী রফিকুল আরবার।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরে যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত (Retd Brigadier M Sakjawat Hossain) হোসেন। পরে তাঁকে পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকেও সরিয়ে দেওয়া হয়। বর্তমানে হোসেন শুধু জাহাজ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।
বাংলাদেশ সরকারের একাধিক সুত্র জানাচ্ছে, অন্তর্বর্তী সরকারের বিগত সাত মাসে একাধিক উপদেষ্টা পদত্যাগ করছেন অথবা সরিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ প্রশাসনের খবর, আমিনুল ইসলাম প্রধান উপদেষ্টা ইউনুসের কথায় ইস্তফা দিয়েছেন। শিক্ষা বিষয়ে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার গুরুতর অভিযোগ উঠেছে। তিনি সমস্যার বিষয়টি সময়মতো প্রধান উপদেষ্টার নজরে আনেননি বলে অভিযোগ।