শেষ আপডেট: 6th December 2024 13:31
দ্য ওয়াল ব্যুরো: সন্ন্যাসী, আইনজীবী, সাংবাদিক থেকে অধ্যাপক, বাংলাদেশে রেহাই পাচ্ছেন না কোনও হিন্দুই। সংখ্য়ালঘুদের ওপর লাগাতার হামলার প্রতিবাদ করায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিন্দু অধ্যাপক। অন্য়দিকে, হামলা হচ্ছে মন্দির এবং হিন্দুদের বাড়ি ও দোকানে।
এই আবহে নতুন করে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা সামনে এল। এবার নির্মম অত্যাচারে মৃত্যু হল এক হিন্দু মহিলার। বাংলাদেশের খাগড়াগাছিতে ওই ঘটনা ঘটেছে। অভিযোগ, ঘরে ঢুকে তাঁর মাথায় আঘাত করে মেরে, গয়নাগাটি চুরি করে নিয়ে গিয়েছে। এমনকী ওই মহিলার গলায় থাকা তুলসীর মালাটিও ছিঁড়ে ফেলা হয়েছে বলেও জানা যাচ্ছে।
অন্যদিকে, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনা ফেসবুকে লাইভ করায় এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে ইউনুস সরকার। বাংলাদেশের সুনামগঞ্জ থেকে বিপ্র দাস নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। তবে যুবকের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে তা এখনও জানা যায়নি।
ওয়াকিবহাল মহল মনে করছে, শুধু হিন্দু নিপীড়ন নয়, সেই ঘটনার কথা যাতে গোটা বিশ্বে ছড়িয়ে না যায় সেজন্য মরিয়া হয়ে উঠেছে ইউনুস সরকার। হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর লাগাতার অত্যাচারের ঘটনায় গোটা বিশ্বে নিন্দার মুখে পড়তে হয়েছে বাংলাদেশকে। আন্তর্জাতিক সমালোচনা থেকে বাঁচতে আক্রান্তদেরই জেলে ভরছেন ইউনুস।