শেষ আপডেট: 25th January 2025 09:01
দ্য ওয়াল ব্যুরো: ফের বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ। এবার খুলনায় এক পড়ুয়াকে খুন করার অভিযোগ উঠল।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাত সাড়ে ন'টা নাগাদ ঘটনাটি ঘটেছে খুলনা শহরের তেঁতুলতলা মোড় এলাকায়। মৃত যুবকের নাম, অর্ণব কুমার সরকার।
অভিযোগ, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর সমর্থনে সরব হওয়ার জেরেই খুন করা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ-র ছাত্র অর্ণবকে। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে খুন তা এখনই বলা সম্ভব নয়।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে খুলনা শহরের তেঁতুলতলা মোড়ের একটি চা বাগানে চা খাচ্ছিলেন অর্ণব। তখনই কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে খুব কাছ থেকে ওই পড়ুয়াকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলি লাগে মাথায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অর্ণব। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
গোটা ঘটনাকে কেন্দ্র করে এলা্কার সংখ্যালঘুদের মধ্যে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।