শেষ আপডেট: 25th December 2024 16:49
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিন-তারিখ নিয়ে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির সঙ্গে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের বিরোধ দিন দিন বাড়ছে। ভোটের দিন-তারিখ ঘোষণার দাবিতে নতুন বছরের গোড়ায় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ার দিয়েছে বিএনপি।
তবে ভোট যখনই হোক না কেন, আগামী নির্বাচনে তরুণদের প্রার্থী হওয়ার সুযোগ অনেটাই বাড়তে চলেছে। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস দেশের নির্বাচন ব্যবস্থায় সংস্কার চেয়ে যে কমিশন গঠন করেছিলেন সেটির চেয়ারম্যান অধ্যাপক আলি রিয়াজ জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৫ থেকে কমিয়ে ২১ করা হবে।
অধ্যাপক আলি রিজাজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিঙ্গুইশড প্রফেসর, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট। গণতন্ত্র, উগ্রবাদ, ধর্ম, দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের রাজনীতি তাঁর গবেষণার বিষয়। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত তিনি। বাংলাদেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠ’-র সাংবাদিক ও ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ-কে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক রিয়াজ বলেছেন, তরুণদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগদানের সুযোগ বাড়ানোর উদ্দেশে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর ২৫ থেকে কমিয়ে ২১ করার সুপারিশ করা হবে। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, চারদিকে যে সংস্কারের ঢেউ, রাজনৈতিক দলগুলোর মধ্যেও তো সংস্কারের প্রয়োজন আছে। তরুণদের আকাঙ্ক্ষা দলগুলো কতটা ধারণ করতে পারছে বলে আপনার মনে হয়? জবাবে আলি রিয়াজ বলেন, এখনও অনেক ঘাঁটতি আছে। আমরা মনে করি, তরুণদের অংশগ্রহণের জায়গা তৈরি করতে হবে যাতে তারা সংসদে যেতে, রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে।
বাংলাদেশ সংসদের মোট আসন এখন ৩০০। অধ্যাপক রিয়াজ বলেছেন, কমিশন চায় রাজনৈতিক দলগুলি যেন এক তৃতীয়াংশ আসননে তরুড়দের প্রার্থী করে। তিনি আরও জানিয়েছেন, জাতীয় সংসদের ১০০ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখতেও সুপারিশ করতে চলেছে কমিশন। আগামী মাসের গোড়ায় কমিশন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের হাতে রিপোর্ট তুলে দেবে।
সংবিধান সংশোধন কমিশনের প্রধানের এই ঘোষণায় বাংলাদেশ শোরগোল শুরু হয়েছে। এই বক্তব্য থেকে অনেকেই মনে করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশে যে ছাত্র নেতৃত্ব রাজনীতিতে সংক্রিয় হয়েছে তাদের সংসদীয় রাজনীতিতে আসার সুযোগ করে দিতেই বয়স কমানোর সুপারিশ করতে চলেছে কমিশন। এইভাবে রাজনৈতিক দলে নতুন মুখ, তাজা রক্ত নিয়ে আসতে চাইছে কমিশন। দলগুলিতে সংস্কারও এমন সুপারিশের উদ্দেশ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী এবং নেতৃত্বস্থানীয়দের বেশিরভাগেরই বয়স ২৫-এর কম। ইউনুসের উপদেষ্টামণ্ডলীর তিন সদস্য ভোটে অংশ নিতে পারবেন না। কিন্তু সারজিস আলম, হাসনাত আবদুল্লা, বাকর মজুরদার, উমামা ফতেমারা নির্বাচনে অংশ নিতে পারবেন। তাঁদের প্রায় কেউ-ই ২৫ পেরোননি।
প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব আগামী মাসেই তাদের রাজনৈতিক দল ঘোষণা করতে পারে। দলের নাম হতে পারে জনশক্তি। প্রধান উপদেষ্টা ইউনুস ২০০৬ সালে এই নামে দল গড়েছিলেন। তাঁর দলেরই পুনরুজ্জীবন ঘটাতে চলেছে ছাত্ররা। রাজনৈতিক দল গঠনের প্রাথমিক প্রক্রিয়া হিসাবে ছাত্ররা জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে। সেই কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, দল গঠনের প্রক্রিয়া চলছে। নতুন দলের নেতৃত্ব থাকবে তরুণ-যুবাদের হাতে। বসস্করা পরামর্শদাতার ভূমিকা পালন করবেন।