শেষ আপডেট: 4th February 2025 14:09
দ্য ওয়াল ব্যুরো: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন ফের খারিজ করে দিল বাংলাদেশ হাইকোর্ট। তবে এবার মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের হলফনামা তলব করা হয়েছে।
গত বছরের ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়কৃষ্ণ দাসকে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পুলিশ গ্রেফতার করেছিল। তারপর থেকে তিনি জেলেই রয়েছেন। এর আগে একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। মঙ্গলবারও যে জামিন পাবেন এমন আশা ক্ষীণই ছিল। সুতরাং যা হওয়ার তাই হল। জামিন পেলেন না সন্ন্যাসী।
গত ২ জানুয়ারি চট্টগ্রামের আদালত চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আর্জি ফের খারিজ করে দেওয়ায় তিনি হাইকোর্টে আবেদন করেন। তাঁকে জামিন না দেওয়ার যুক্তি হিসেবে সরকার পক্ষের আইনজীবীর বক্তব্য ছিল, চিন্ময়কৃষ্ণের নামে দেশদ্রোহিতা ছাড়াও আরও কয়েকটি মামলা রয়েছে। পুলিশের তদন্ত এখনও শেষ হয়নি। এই অবস্থায় তাঁকে জামিন দেওয়া হলে তদন্ত বিঘ্নিত হবে।
এদিকে সন্ন্যাসীর আইনজীবী দাবি করেছিলেন, তিনি অসুস্থ। তাঁর চিকিৎসার প্রয়োজন। সেই আর্জি অবশ্য গৃহীত হয়নি। তবে মঙ্গলবার বাংলাদেশ হাইকোর্ট ইউনুস সরকারের কাছে হলফনামা চেয়ে জানাতে বলেছে যে, কেন চিন্ময়কৃষ্ণ দাসকে জামিন দেওয়া হবে না। এমনটাই জানিয়েছেন সন্ন্যাসীর আইনজীবী। আগামী ২ সপ্তাহের মধ্যে এই হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশে ইসকনের সাধু চিন্ময়কৃষ্ণ দাস সহ সমস্ত গ্রেফতার হওয়া হিন্দু যেন স্বচ্ছ বিচার পান এই আবেদন করে গোটা বিষয়টির নিন্দা আগেই করেছে ভারত সরকার।