শেষ আপডেট: 1st October 2024 08:56
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রবিবার রাত পর্যন্ত দায়ের হওয়া মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২০৫টি। এরমধ্যে হত্যা মামলা দায়ের হয়েছে ১৮০টি। রবিবার রাতে ঢাকার অদূরে নারায়ণগঞ্জে মোনায়েত আহমেদ ইমরান নামে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও এলাকায় প্রাক্তন সাংসদ শামিও ওসমানের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত হয়েছিল ওই কিশোর। দিন চারেক আগে যে হাসপাতালে মারা যায়।
ওয়াকিবহাল মহল মনে করছে, সাবেক প্রধানমন্ত্রী বিরুদ্ধে আরও শতাধিক খুনের মামলা দায়ের হতে পারে। গণঅভ্যুত্থানের সময় গুলি এবং অন্যান্য অস্ত্রের আঘাতে আহত শতাধিক ব্যক্তির অবস্থা গুরুতর। দেশের বিভিন্ন হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। তাঁদের অনেকেরই বাঁচার সম্ভাবনা কম বলে চিকিৎসকেরা পরিবারকে জানিয়ে দিয়েছে। তাঁদের মৃত ঘোষণা করা হলে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন পরিজনেরা।
খুনের মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে অপহরণ, গুম খুন, রাহাজানির অভিযোগেও মামলা দায়ের হয়েছে। আর এক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠানে হামলা করার অভিযোগেও মামলা দায়ের হয়েছে আওয়ামী লিগ নেত্রীর বিরুদ্ধে।
অবশ্য প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগামহীন মামলা দায়ের হওয়া নিয়ে দল নির্বিশেষে সব মহল থেকেই প্রশ্ন তোলা হয়েছে। প্রতিহিংসার কারণে অনেক মামলা হয়েছে বলে ইতিমধ্যেই মামলাকারীদের কয়েকজন প্রকাশ্যে স্বীকার করেছেন। কোনও কোনও মামলাকারী বলেছেন, তিনি বিন্দুবিসর্গ জানেন না। কেউ তাঁর সই নকল করে মামলা দায়ের করেছে। কেউ বলেছেন, না বুঝেই সাদা কাগজে সই করে দিয়েছেন।
দায়িত্বজ্ঞানহীনভাবে মামলা দায়ের হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, কাউকে মামলা করা থেকে সরকার বিরত করতে পারে না। তথ্যপ্রমাণ ছাড়া মামলা দায়ের হওয়ায় বেশিরভাগও টিকবে না।
নিম্ন আদালতে দায়ের হওয়া মামলা ছাড়াও ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও হাসিনার বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ জমা পড়েছে। সেখানে মূলত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে, যা প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।