শেষ আপডেট: 12th January 2025 18:16
দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির আরও একটি অভিযোগ নিয়ে মামলা করার সিদ্ধান্ত নিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক অনুসন্ধানের পর দুদক রবিবার বলছে, সাবেক প্রধানমন্ত্রী ঢাকায় পূর্বাচল নতুন শহর এলাকায় ৬০ কাঠার মোট ছয়টি প্লট নিয়েছেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউকের ঊর্ধতন কর্তাদের সঙ্গে যোগসাজশ করে প্লট গুলি নিয়ম ভেঙ্গে নেওয়া হয়েছে বলে অভিযোগ।
হাসিনার বিরুদ্ধে নতুন অভিযোগে মেয়ে সায়না ওয়াজেদ পুতুল সহ মোট ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আছে। দুদুক সাবেক প্রধানমন্ত্রী সহ ওই ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করতে চলেছে।
হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় বারে বারে দাবি করতেন, বাংলাদেশে তাঁর নিজের কোনও বাড়ি নেই। ৩২ নম্বর ধানমণ্ডির বাড়িটি তিনি রাষ্ট্রের হাতে তুলে দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই বাড়িটি ছিল একটি জাতীয় জাদুঘর। গণ অভ্যুত্থানের সময় সেটিতে হামলা চালানো হয়।
অন্তর্বর্তী সরকার এর আগেও একাধিক অভিযোগ এনেছে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে জনসাধারণের করা হত্যা মামলা নিয়ে বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
অন্যদিকে, আর্থিক তছরুপের মামলায় বাংলাদেশ ব্যাঙ্কের অর্থনৈতিক অপরাধ তদন্ত শাখা দেশের সব ব্যাঙ্কের কাছ থেকে হাসিনা, তাঁর বোন রেহানা ও সন্তানদের ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে জোরদার তদন্ত শুরু করেছে।
শেখ হাসিনা ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় সব অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা চ্যালেঞ্জ অভিযোগ তুলেছেন মহম্মদ ইউনুসসের বিরুদ্ধে।