ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (Dhaka Shahjalal International Airport) ব্যাগ স্ক্যানিংয়ে সেটি চিহ্নিত না হলেও সেটি ধরা পড়ত তুরস্ক বা মরক্কোর বিমানবন্দরে।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শেষ আপডেট: 30 June 2025 05:48
দ্য ওয়াল ব্যূরো: বাংলাদেশে (Bangladesh) এখন কী না সম্ভব। দেশ জুড়ে অরাজকতার মধ্যে খোদ একজন উপদেষ্টার (Advisor to the Md Yunus Advisory council (পদাধিকার বলে মন্ত্রী) ব্যাগে মিলল গুলিভর্তি ম্যাগজিন (Magzine full of bullets)। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (Dhaka Shahjalal International Airport) ব্যাগ স্ক্যানিংয়ে সেটি চিহ্নিত না হলেও সেটি ধরা পড়ত তুরস্ক বা মরক্কোর বিমানবন্দরে। তখন দেশের মানসম্মান নিয়ে টানাটানির পাশাপাশি ওই উপদেষ্টাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ পর্যম্ত করত। নিয়ম মানলে ঢাকাতেই জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। কিন্তু উপদেষ্টা আসিফ দুঃখপ্রকাশ করেই তুরস্কের বিমান ধরেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (Asif Mahmud Sajib Bhuinya) মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিয়ে তুরস্ক এয়াললাইন্সের বিমানে ঢাকা থেকে রওনা হন। তাঁর ব্যাগে গুলিভর্তি ম্যাগজিন পাওয়া যাওয়ার খবরটি নিয়ে হইচই শুরু হতেই খবর চাপা দেওয়ার জন্য সংবাদমাধ্যমের উপর প্রবল চাপ তৈরি করা হয়। প্রথমসারির বহু সংবাদমাধ্যম দীর্ঘ সময় খবরটি প্রচার করেনি। উজরেষ্টা তুরস্কে পৌঁছানোর পর ফেসবুকে পোস্ট দিয়ে জানান, ভুল করে একটি ম্যাগজিন তাঁর ব্যাগে রয়ে গিয়েছিল।
উপদেষ্টা আরও জানিয়েছেন, তাঁর লাইসেন্সকরা ব্যক্তিগত পিস্তল আছে। প্রশ্ন হল, তিনি সরকারি নিরাপত্তা পাওয়া সত্ত্বেও কেন এখনও ব্যক্তিগত পিস্তল ব্যহহার করেন? আসিফ জানিয়েছেন, সরকারি নিরাপত্তা যে সময় থাকে তখন তিনি পিস্তল সঙ্গে রাখেন নিরাপত্তার ভয়ে।
এইসব তথ্য জানাজানি হওয়ার পর প্রশ্ন উঠেছে, ছাত্র রাজনীতি থেকে সদ্য উফদেষ্টা হওয়া আসিফ কেন ব্যক্তিগত অস্ত্র সঙ্গে রাখেন। তিনি কবে অস্ত্র সঙ্গে রাখার লাইসেন্স পেয়েছেন?
প্রসঙ্গত, কয়েক মাস আগে ইউনুস সরকারের এই তরুণ উপদেষ্টাই সাক্ষাৎকারে বলেছিলেন, হত বছর ৫ অগস্ট গণঅভ্যুত্থান সফল না হলে তারা অস্ত্র হাতে যুদ্ধে নামতেন সরকারের বিরুদ্ধে। সেই উপদেষ্টার ব্যাগে গুলিভর্তি ম্যাগজিন পাওয়ার খবরে স্বভাবতই ঘটনা নয়া মাত্রা পেয়েছে। অনেকেই দেশে ফেরার পর উপদেষ্টাকে হেফাজতে নিয়ে জেরা করার দাবি তুলেছেন। সমাজমাধ্যমে তাঁকে ‘জঙ্গি’ বলে দেগে দিয়েছেন বহু মানুষ।