শেষ আপডেট: 10th April 2025 15:04
দ্য ওয়াল ব্যুরো: আওয়ামী লিগের (Awami League) দশ নেতার বিরুদ্ধে ইন্টারপোলের (Interpol) রেড কর্নার নোটিস (Red corner notice) জারির জন্য আর্জি জানিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (International Crime Tribunal)। এই আদালত আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে ইন্টারপোলকে রেড কর্নার নোটিস জারির আর্জি জানিয়েছিল। সেইমতো বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে। যদিও আন্তর্জাতিক ওই পুলিশ সংস্থা হাসিনার বিরুদ্ধে এখনও রেড কর্নার নোটিস জারি করেনি। মনে করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ভারতের আশ্রয় আছেন বলেই ইন্টারপোল পদক্ষেপ করছে না। আওয়ামী আরও অনেক নেতা ভারতে থাকলেও তাঁরা সরকারিভাবে ভারত সরকারের আশ্রয়ে নেই।
বৃহস্পতিবার ঢাকার ট্রাইবুনাল যে দশ জনের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ জারির আরজি জানিয়েছে তাঁদের অন্যতম বাংলাদেশ আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ৫ অগাস্টের গণঅভ্যুত্থানের আগে তিনি ছিলেন দেশে আওয়ামী লিগের সবচেয়ে আক্রমণাত্মক নেতা। চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন ছাত্ররা কিছুই করতে পারবে না। তাদের সঙ্গে জনগণ নেই। এমনকী অভ্যুত্থানকারীদের মোকাবিলা করতে তিনি আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্রলিগকে পথে আমার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ। কাদের ছিলেন হাসিনা সরকারের সেতু মন্ত্রী।
তালিকায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ নাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাঁরা দুজনেই দেশের বাইরে বলে খবর।
অন্য অভিযুক্তরা হলেন- সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লিগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।