শেখ হাসিনাকে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালতে সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের তিন সদস্যের বেঞ্চ।
শেষ আপডেট: 16 June 2025 07:20
দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনাকে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালতে সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের তিন সদস্যের বেঞ্চ। সোমবারই হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে ট্রাইব্যুনালে। বিচারপতি আগামী ২৪ জুন ফের এই মামলা শুনবেন। তার আগে হাসিনার ঢাকার বাড়ি সুধা ভবনে চিঠি পাঠিয়ে নির্দেশ জানিয়ে দিতে বলেছেন বিচারপতি। পাশাপাশি খবরের কাগজে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে বলা হয়েছে নির্দেশের কথা।
সোমবার হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজিপির বিরুদ্ধে মানবতা অপরাধে যুক্ত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রথম শুনানি হয়। হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এখন ভারতে আছেন। কারাগারে আটক প্রাক্তন পুলিশ কর্তা।
হাসিনা আগেই এই বিচারকে প্রহসন আখ্যা দিয়ে বলেছেন তিনি ও তাঁর দল ওই শুনানি প্রক্রিয়া বয়কট করবেন। আসাদুজ্জামান খান দ্য ওয়াল-কে (The Wall) সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি এই বিচার মানি না। পুলিশ, সেনাকে গুলি চালানোর নির্দেশ সরকার দেয়নি। তারা ফৌজদারি দণ্ডবিধি মেনে আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়।’
অন্যদিকে, আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের রবিবার তাঁর গোপন ডেরা থেরে আরও এক একান্ত সাক্ষাৎকারে দ্য ওয়াল-(The Wall) কে বলেছেন, শুনানি বর্জন করে আওয়ামী লিগ রাজপথে থাকবে।
দলের ঘোষণা মতো সোমবার সূর্যাস্তের পর থেতেই শেখ হাসিনার রাজপথে সক্রিয়। ঢাকার একাধিক জায়গায় দলের কর্মী-সমর্থকেরা বিক্ষোভ মিছিল, পথ অবরোধ করেছেন। বেশ কিছু জায়গায় পুলিশ ও সেনার সঙ্গে দলের সংঘাত হয়েছে। আওয়ামী লিগকে আটকাতে পথে নেমেছে বিএনপি-জামাত-এনসিপি-ও।