শেষ আপডেট: 11th March 2025 16:20
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ও তাঁর এবং বোন শেখ রেহানা (Sheikh Rehana) ও পরিবারের (Sheikh family) বাকি সদস্যদের ১৩৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দিল ঢাকার একটি আদালত। কোর্ট আওয়ামী লিগের (Awami League) ছয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।
মহম্মদ ইউনুস (Md Yunus) সরকারের (interim govt of Bangladesh) নির্দেশে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (Anti Corruption Bureau of Bangladesh) আদালতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করার আর্জি জানিয়েছিল। অস্থাবর সম্পদের মধ্যে ঢাকার ধানমন্ডিতে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সুধা সদনও আছে।
তালিকায় রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এবং ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিকের নাম আছে৷ তাঁদের নামে থাকা ঢাকার গুলসনে থাকা অ্যাপার্টমেন্ট এবং গাজিপুরের বাগান বাড়িও বাজেয়াপ্ত করেছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম হাসিনার সম্পদ ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হল।
আওয়ামী লিগ সুত্রের খবর, দলের বাজেয়াপ্ত অ্যাকাউন্টগুলিতে কী পরিমাণ অর্থ গচ্ছিত আছে এখন বলা সম্ভব নয়। গত বছর ৫ অগাস্টের পর ওই সব অ্যাকাউন্ট থেকে লেনদেন করা হয়নি।
বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের অভিযোগ, সরকারিভাবে শেখ হাসিনা ও রেহানার নামে বাড়ি গাড়ি নেই। কিন্তু বেনামে বিপুল সম্পদের মালিক দুই বোন।
সোমবারই দুর্নীতি দমন কমিশন ঢাকার নতুন আবাসন এলাকায় ফ্ল্যাট বিলিতে অনিয়মে যুক্ত থাকায় হাসিনা ও রেহানার বিরুদ্ধে চার্জশিট পেশ করে। ইউনুস সরকার তাতে অনুমোদন দিয়েছে।