শেষ আপডেট: 29th January 2025 10:29
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের কলকাতা উপ দূতাবাসের এক মাঝারি স্তরের কর্মকর্তা আমিনুল হক তিন মাস ধরে বেপাত্তা। গত ১৫ নভেম্বরের মধ্যে তাঁকে দেশে ফিরে যেতে বললেও ফেরেননি। যদিও দূতাবাসের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন ৭ নভেম্বর।
আমিনুল হল ওরফে পলাশ উপ দূতাবাসের ভিসা বিভাগে কর্মরত ছিলেন। তাঁর প্রকৃত চাকরি ক্ষেত্র ছিল বাংলাদেশের একটি জাতীয় গোয়েন্দা সংস্থা। কূটনৈতিক সার্ভিসে তাঁকে কলকাতার ভিসা অফিসের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল।
বাংলাদেশ সরকারের সুত্রে জানা গিয়েছে, আমিনুল ভারতে নেই৷ তিনি ইউরোপের কোনও দেশে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা চালাচ্ছেন। একজন মাঝারি মাপের কূটনৈতিক কর্মকর্তা কেন দেশে ফিরতে পারছেন না। দেশে বিপদের আশঙ্কা করছেন কেন?
জানা গিয়েছে, আমিনুল ছাত্র জীবনে আওয়ামী লিগের ছাত্র ইউনিয়ন ছাত্র লিগের বুয়েট বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি ছিলেন। বুয়েট হল বাংলাদেশের নামজাদা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
জানা যাচ্ছে, ৫ অগাস্ট বাংলাদেশে পালা বদলের পর পরই কলকাতার কর্মক্ষেত্রে আমিনুলের বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়। এই পরিস্থিতিতে দেশে ফেরা নিরাপদ মনে করেননি ওই অফিসার, মনে করছে কূটনৈতিক মহল।