শেষ আপডেট: 5th March 2025 21:54
দ্য ওয়াল ব্যুরো: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ও তাঁর পরিবারের সদস্যদের নামাঙ্কিত ভবন ও প্রেক্ষাগৃহের নাম বদলে দিল ইসলামিক বিশ্ববিদ্যালয় (Islamic University)। কুষ্টিয়া-ঝিনাইদহে (Kushthia-Jhinaidah) অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের নাম বদলে করা হয়েছে জুলাই-৩৬। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে নাম বদলের সিদ্ধান্ত জানিয়েছেন। বাংলাদেশ সরকারের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এই সিদ্ধান্ত নিয়েছে বলে রেজিস্ট্রার জানিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রীর পিতা বাংলাদেশের স্থপতি তথা দেশটির প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে ( Sheikh Mujibur Rahman) ১৯৭৫-এর ১৫ অগাস্ট সপরিবারে হত্যা করা হয়। নিহতদের মধ্যে তাঁর দশ বছর বয়সি ছেলে শেখ রাসেলও ছিল। তাঁর নামাঙ্কিত হলটির নাম বদলে করা হয়েছে শহিদ আনাছ হল।
শেখ মুজিব ও তাঁর পত্নী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামাঙ্কিত হল দুটির নাম বদলে রাখা হয়েছে যথাক্রমে শাহ আজিজুর রহমান হল এবং আয়েশা সিদ্দিকা হল।
ওই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনটির নাম রাখা হয়েছিল শেখ হাসিনার প্রয়াত স্বামী তথা সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলের বাবা ওয়াজেদ মিঁয়ার নামে। সেই ভবনের নতুন নাম হল ইবনে সিনা বিজ্ঞান ভবন।
ওয়াজেদ মিঁয়া ছিলেন নামজাদা পরমাণু ও পদার্থ বিজ্ঞানী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করার পর ১৯৬৭ সালে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ওই বছর শেখ হাসিনার সঙ্গে তাঁর বিয়ে হয়। কর্মজীবনে ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান। ছাত্র জীবনে আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। শেখ হাসিনা সম্প্রতি আওয়ামী লিগের এক ভার্চুয়াল সভায় অভিযোগ করেন, তাঁর স্বামীর বাড়িটিও দিয়েছে সন্ত্রাসীরা।
মুজিব, তাঁর স্ত্রী তথা শেখ হাসিনার মা ফজলেতুন্নেছা মুজিবের নামাঙ্কিত বহু প্রতিষ্ঠান, ভবন, হলের নাম আগেই বদলে দেওয়া হয়েছে। গত মাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব, ফজলেতুন্নেছা মুজিবের নামাঙ্কিত হল ছাড়াও তিন বরেণ্য বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু এবং প্রফুল্লচন্দ্র রায়ের নামে থাকা ভবন, হলের নাম বদলে দেওয়া হয়।