শেষ আপডেট: 22nd July 2024 17:22
দ্য ওয়াল ব্যুরো: অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থীকে দেশে ফেরানো সম্ভব হয়েছে বলে জানাল বিদেশ মন্ত্রক। সাড়ে চার হাজার জন ভারতীয়র পাশাপাশি, নেপাল, ভুটান এবং মলদ্বীপের ৫৪০ জন পড়ুয়াও বাংলাদেশ থেকে এসেছেন ভারতে।
এদিকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকায় সরকারি অফিসে হামলা করার অভিযোগে মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে। গ্রেফতার হয়েছেন আরও কয়েকজন বিএনপি নেতা।
প্রসঙ্গত, রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় আন্দোলনের পক্ষে গিয়েছে। বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে যে ৫৬ শতাংশ সংরক্ষণ ছিল, তা কমিয়ে ৭ শতাংশ করার কথা বলা হয়েছে। যেখানে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্যসংরক্ষণ ছিল ৩০ শতাংশ, তা কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ। বাকি দুই শতাংশ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, বিশেষ ভাবে সক্ষম ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সংরক্ষিত থাকবে।
সুপ্রিম কোর্টের রায়ে আন্দোলনের জয় হলেও, এখনও শান্ত হয়নি বাংলাদেশের পরিস্থিতি। এখনও পর্যন্ত সে দেশে দেড়শো জনেরও বেশি আন্দোলনকারী পড়ুয়ার প্রাণ গেছে বলে জানিয়েছে এএফপি। ফলে আন্দোলনের নতুন অভিমুখ তৈরি হয়েছে। গত কয়েকদিনে পুলিশ এবং ব়্যাবের গুলিতে নিহত শিক্ষার্থীদের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
এই নিয়ে তদন্ত করতে বিচারবিভাগীয় কমিশনও গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে তথা প্রধানমন্ত্রীর তথ্য ও গণজ্ঞাপন বিষয়ক উপদেষ্টা সাজিব ওয়াজেদ জয় জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে পড়ুয়াদের যে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছিল, সেটাকে হিংসাত্মক আন্দোলনে পরিণত করেছে বিরোধী দল বিএনপি এবং জামাত-ই-ইসলামি।
এই পরিস্থিতিতে বাংলাদেশে চলছে কার্ফু। বিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা। সেনা নামানো হয়েছে রাস্তায়। আন্দোলনকারীদের 'দেখামাত্র গুলি'র নির্দেশ রয়েছে তাদের উপর। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে কার্ফু প্রত্যাহার করা হবে, এই নিয়ে কোনও তথ্য নেই।