Bangladesh News
শেষ আপডেট: 19th September 2024 16:30
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা নিয়ে আগেই সরব হয়েছিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক পরিষদ। বুধবার তারা ঢাকায় সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে, গত ৪ থেকে ২০ অগাস্টের মধ্যে দেশে সংখ্যালঘুদের উপর হামলার ২০১০টি ঘটনা ঘটেছে। হামলায় নিহত হয়েছেন নয় জন।
ঐক্য পরিষদ এর আগে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে হামলার ঘটনার বিচার এবং ক্ষতিপূরণ দাবি করেছিল। ইউনুস ঢাকায় ঢাকেশ্বরী কালী বাড়ি গিয়ে কথা দিয়ে আসেন ব্যবস্থা নেবেন। ফোনালাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও একই আশ্বাস দেন তিনি।