শেষ আপডেট: 27th September 2024 08:29
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের রংপরের একটি স্কুলে হিন্দু ছাত্রীদের হিজাব পরতে বাধ করার অভিযোগ উঠেছে। সে দেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা বেড়েছে। এবার তাতে হিজাব নিয়ে অভিযোগ যুক্ত হল।
হিজাব পরার নিদান ঘিরে বিবাদের ঘটনাটি ঘটেছে রংপুর শহরের মোসলে উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ প্রধান শিক্ষক মোফিজুর রহমান এবং ধর্ম বিষয়ক শিক্ষক মোস্তাফিজুর রহমান দিন কয়েক আগে স্কুলের প্রার্থনা সভায় বলেন, মুসলিমদের পাশাপাশি হিন্দু মেয়েদেরও হিজাব পরে আসতে হবে। গীতা নিয়েও তাঁরা কিছু আপত্তিজনক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ।
বিষয়টি গোটা মহলায় জানাজানি হতে অভিভাবকসহ এলাকাবাসী প্রতিবাদে সরব হন।।স্থানীয় মুসলিমরাও হিজাব নিয়ে এমন নির্দেশে আপত্তি তুলে প্রতিবাদ জানান। বৃহস্পতিবার তা চরমে উঠলে জেলা শিক্ষা দফতর হস্তক্ষেপ করে। দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁদের দশ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিসের জবাব দিতে বলা হয়েছে।
এদিকে, পুজো নিয়েও অশান্তির ঘটনা বাড়ছে ওপারে। বহু এলাকায় মুসলিমরা মাঠে পুজো করা নিয়ে আপত্তি তুলেছে। তাদের বক্তব্য, পুজোয় গান-বাজনা হয়। তাতে নমাজ পাঠে বিঘ্ন ঘটে। চারপাশ ঘেরা দেওয়াল ঘরে পুজো করা হোক। এই দাবির মুখে বহু এলাকায় পুজো করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। গত সপ্তাহে খুলনায় বহু পুজো কমিটির কাছে উড়ো চিঠি আসে। তাতে পুজো পিছু পাঁচ লাখ টাকা করে দাবি করা হয়েছে।