শেষ আপডেট: 22nd January 2025 22:09
দ্য ওয়াল ব্যুরো: আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি বাংলাদেশে। রাজনৈতিক প্রতিহিংসার সঙ্গে পাল্লা দিচ্ছে চুরি ছিনতাই, ডাকাতি, খুন, অপহরণের মতো অপরাধ। পরিস্থিতি সামাল দিতে সেনা নামিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার বেশি রাতে ঢাকা মহানগর পুলিশ দুই সেনা সদস্যকে গ্রেফতার করেছে। তারা রাজধানীর অভিজাত এলাকা বনানীর মগবাজার এলাকায় ডাকাতির জন্য জড়ো হয়েছিল বলে বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানিয়েছেন।
পুলিশ জানায় ডাকাতির জন্য জড়ো হয়েছিল আরও দুই সেনা সদস্য। তারা পালিয়েছে।পলাতক আরও একজন হল অস্তিত্বহীন একটি নিউজ পোর্টালের পরিচয় সর্বস্ব সাংবাদিক।
এর আগে গত অক্টোবরে মহম্মদপুরের এলাকায় এক ব্যবসায়ীর অফিস থেকে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট করে একদল ডাকাত। কার্যালয়ে ডাকাতি হয়। তদন্তে নেমে পুলিশ লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার এক অফিসারকে গ্রেফতার করে। হাতেনাতে ধরা না পড়লেও বেশ কিছু সেনা সদস্যের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে।
এই সব ঘটনার প্রেক্ষিতে সেনা কর্তারা বাহিনীর নৈতিক অধঃপতনের আশঙ্কা করছিলেন। বাহিনীকে দ্রুত ব্যারাকে ফেরানোর ভাবনার কথাও বলছিলেন তাঁরা। একাধিক ঘটনায় সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে।
তা সত্বেও অন্তর্বর্তী সরকার সেনা বাহিনীকে রাজপথে রেখে দেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে। মিলিটারিকে ম্যাজিস্ট্রেসির ক্ষমতা ভোগের মেয়াদও ফের বাড়ানো হয়েছে। কিন্তু মিলিটারি একের পর এক বিবাদে জড়িয়ে পড়ায় চরম অস্বস্তিতে পড়েছেন সেনা কর্তারা। সাধারণ মানুষের বক্তব্য, সেনা বাহিনী দাগি অপরাধীদের মতো অপকর্মে জড়িয়ে পড়ছে। রক্ষকই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।