শেষ আপডেট: 8th August 2024 18:58
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ভারতের সঙ্গে আরও মধুর সম্পর্ক গড়ে তুলুন। সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনুসের কাছে এমন আব্দার রাখলেন তাঁর শ্যালক মহম্মদ আসফাক হোসেনের।
জন্মসূত্রে বর্ধমানের বাসিন্দা আসফাক। ডাকনাম বাবু মিঁয়া। রানিগঞ্জ বাজারের কাছে লস্করদিঘি এলাকায় তাঁর নিজের বাড়ি। আর এই বাড়িটাই একরকম শ্বশুরবাড়ি ইউনুস সাহেবের।
এখনও কতটা ঘনিষ্ঠতা রয়েছে এপার ওপারের দুই পরিবারে। আসফাক সাহেব জানাচ্ছেন, খুবই। প্রতি বছর বাংলাদেশে যান তাঁরা। তাঁর কথায়, "ওখানে আমার ভাগ্নে হার্টে স্টেন্ট বসিয়ে দিয়েছিল। ইউরিনের কিছু সমস্যা দেখা যায়। তখন ওখানেই চিকিৎসা হয়। না গেলে দিদি রাগ করে। বলে, এতদিন আসিসনি কেন? আমারও তো মন কাঁদে। আমার মামাতো ভাইবোনেরা সবাই যে ওখানেই থাকে!'
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনুসের কাছে, তাঁর শ্যালকের আরও একটা আব্দার, 'স্পট ভিসার ব্যবস্থা করা হোক। এখানে ১৫/২০ দিন লেগে যায়। অন্য দেশে তো দেয়। বাংলাদেশে সহজে যেন যাওয়া যায় সেটা দেখার আবেদন রাখছি।"
নোবেলজয়ী ডঃ মুহম্মদ ইউনুস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে আজ, বৃহস্পতিবার বাংলাদেশে ফিরলেন। দুপুর ২টা ১০ মিনিটের কিছু পরে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছন। রাত আটটার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। এদিন বিমানবন্দরে ইউনুসকে স্বাগত জানান, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, তিন বাহিনীর প্রধান, কোটা বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, নির্বাচন পর্যবেক্ষণকারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এদিনই বর্ধমানের বাড়িতে বসে আসফাক হোসেন বললেন, "উনি চেষ্টা করবেন। সবাই মিলে একটা সরকার গড়ছেন। সব কিছুর মোকাবিলা করে তিনি যাতে একটা সুন্দর দেশকে গড়তে পারেন, তারজন্যই প্রার্থনা করছি।"