জেড মোড় টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শেষ আপডেট: 13th January 2025 14:55
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের গান্ডেরবাল জেলায় জেড মোড় (Z-Morh tunnel) টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে সাজো সাজো উপত্যকা। কিন্তু কী এই টানেল, এতে আমার-আপনার-কাশ্মীরের মানুষের কী উপকার হতে পারে?
জোজিলা টানেল প্রকল্পের প্রথম ধাপ হিসেবে জেড-মোড় টানেলটি নির্মিত হচ্ছে। ৬.৫ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি শ্রীনগর ও সোনমার্গের মধ্যে সারা বছর যোগাযোগ রাখতে সাহায্য করবে। শীতকালে প্রবল তুষারপাতের জন্য বাকি উপত্যকার সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় সোনমার্গ। সেই সমস্যার স্থায়ী সমাধান হবে এই টানেলের মাধ্যমে।
টানেলের নির্মাণ কাজ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন। জানা গিয়েছে, টেস্ট রান এবং প্রযুক্তিগত সিস্টেম ইনস্টলেশনের কাজ চলছে। খুব শিগগিরই এটি সাধারণের জন্য খুলে দেওয়া হবে। জেড-মোড় টানেল জোজিলা টানেলের জন্য এক বড় পদক্ষেপ। জোজিলা টানেল চালু হলে লাদাখের সঙ্গে সারা বছর সংযোগ বজায় রাখা সম্ভব হবে। এই দুটি প্রকল্প জম্মু-কাশ্মীর এবং লাদাখের মধ্যে সংযোগ আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।
সোনমার্গের বাসিন্দা ফায়াজ আহমেদের কথায়, “আমাদের জন্য এই টানেল শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা আশা। শীতে আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। এই প্রকল্প আমাদের সেই যন্ত্রণা থেকে মুক্তি দেবে।” আবার সোনমার্গের হোটেল মালিক নাসির মালিক বলেন, “আগে শীতকালে ব্যবসা বন্ধ রাখতে হত। কিন্তু এখন সারা বছর খোলা রাখার পরিকল্পনা করছি। এর ফলে আরও বেশি পর্যটক আসবেন।”
টানেল উদ্বোধনের দিন অনেক আশা নিয়ে শ্রীনগরের এক ট্যুর অপারেটর ইরফান শেখ বলেন, “সোনমার্গ আমাদের পর্যটন প্যাকেজের অন্যতম আকর্ষণ। জেড-মোড় টানেল চালু হলে শীতকালেও পর্যটকদের নিয়ে যাওয়ার সুযোগ পাব। কাশ্মীরের পর্যটন শিল্পে এটা বিপ্লব আনবে।”