ওয়াইএস জগন মোহন রেড্ডি
শেষ আপডেট: 22nd September 2024 17:47
দ্য ওয়াল ব্যুরো: চন্দ্রবাবু নাইডুই ঘটনাকে বিকৃত করেছেন। এবার তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি। তবে শুধু প্রধানমন্ত্রীই নন, দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কেও চিঠি লিখেছন তিনি।
অন্ধ্রপ্রদেশে জগন সরকারের আমলে তিরুমালার তিরুপতি মন্দিরের লাড্ডু প্রসাদে গরুর চর্বি মেশানোর অভিযোগ তুলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। বৃহস্পতিবার সেই রিপোর্ট সামনে আসতেই শুরু হয় জোর বিতর্ক। লাড্ডুতে ব্যবহার করা ঘি-তে মাংসের চর্বি ও মাছের তেল পাওয়া গিয়েছে বলে সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এমনকী মিলেছে শুয়োরের চর্বিও।
তবে পুরো বিষয়টিকেই চন্দ্রবাবু নাইডুর চাল বলে অভিযোগ তুলে এবার প্রধানমন্ত্রী মোদী ও দেশের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। জগন জানান, ‘আমি নিজেই প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছি। চিঠি লিখেছি ভারতের প্রধান বিচারপতিকেও। আমি তাঁদের চিঠিতে জানিয়েছি কীভাবে তিরুপতি মন্দিরের মর্যাদা ও পবিত্রতা নষ্টের চেষ্টা করছেন বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।’
এখানেই শেষ নয়, চিঠিতে ওয়াইএসআর কংগ্রেসের প্রধানের অভিযোগ, ‘চন্দ্রবাবু সবসময় মিথ্যা বলেন। মিথ্যা কথা বলাই তাঁর একমাত্র অভ্যাস। এখন তিনি মিথ্যা বলতে বলতে এতটাই নীচে নেমে গিয়েছেন যে নিজের রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতে দেশের কোটি কোটি মানুষের ভাবাবেগ নিয়ে রাজনীতি শুরু করেছেন। এরপরই জগনের অভিযোগ, এমন নির্লজ্জভাবে মিথ্যা কথা ছড়ানোর জন্য চন্দ্রবাবুর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত এবং দ্রুত সত্যি সামনে আনা উচিত।’
এদিকে শনিবারই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সাফ জানিয়েছেন, তিরুপতির লাড্ডুতে পশুর চর্বির খোঁজ মিলতেই রাজ্যের সমস্ত মন্দিরকে পরিষ্কারের প্রক্রিয়া দ্রুত শুরু হবে। তেলেগু দেশম পার্টির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর যাতে সাধারণ মানুষের ভক্তি ফিরিয়ে আনার পক্ষেও জোর দিয়েছেন চন্দ্রবাবু।
প্রথম থেকেই চন্দ্রবাবুর অভিযোগ, এই ঘটনার পিছনে ওয়াইএসআর কংগ্রেসকেই নিশানা করেছেন তিনি। তাঁর দাবি, ওয়াইএসআর কংগ্রেস শুধু মানুষের ভাবাবেগকে আঘাত করেছে তাই নয়, বিষয়টি নিয়ে নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছে।
তিরুমালা পাহাড়ির উপর শ্রীবেঙ্কটেশ্বরস্বামীর মন্দির জগদ্বিখ্যাত। দেশের ধনীতম মন্দির তিরুপতি মন্দিরের প্রসাদ লাড্ডু প্রতিদিন লাখে লাখে তৈরি ও বিক্রি হয়। সেই লাড্ডু নিয়ে গুরুতর অভিযোগের প্রেক্ষিতে এখন দেশজুড়ে টালমাটাল চলছে।