শেষ আপডেট: 16th April 2025 12:54
দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে স্বামী, তারই 'শাস্তি' পেতে হল যুবককে! হরিয়ানায় প্রেমিককে সঙ্গে নিয়েই গলায় ফাঁস লাগিয়ে স্বামীকে খুন করল ইউটিউবার স্ত্রী (Youtuber Wife Killed Husband)। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে এবং তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের হেফাজতে নিয়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রায় দেড় বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হয় রবিনা ও সুরেশের। অল্প সময় পরই তাঁরা একসঙ্গে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাতে শুরু করে। রবিনা বিবাহিত, তাঁর একটি ৬ বছরের পুত্র সন্তান রয়েছে। এদিকে নিজের কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় পরিবারের প্রতি অমনোযোগী হয়ে পড়ছিল। এনিয়ে স্বামী প্রবীণের সঙ্গে প্রায়ই অশান্তি হত রবিনার। সুরেশের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে স্ত্রীর, এই সন্দেহও দানা বেঁধেছিল প্রবীণের মনে।
পুলিশের তরফে আরও জানা যায়, গত মার্চ মাসে খুন হন প্রবীণ। আসলে তাঁর আশঙ্কাই সত্যি হয়েছিল। ঘটনার দিন নিজের বাড়িতেই স্ত্রী রবিনা ও সুরেশকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন তিনি। এনিয়ে দম্পতির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপরই প্রেমিকের সাহায্য নিয়েই স্বামীর গলায় ওড়নার ফাঁস লাগিয়ে খুন করে রবিনা ((Youtuber Wife Killed Husband))।
দেহ লোপাটের ফন্দিও এঁটে নিয়েছিল অভিযুক্ত যুগল। খুনের পর গভীর রাত হওয়ার অপেক্ষা করেছিল তারা। এরপর বাইকে করেই প্রবীণের দেহ নিয়ে গিয়ে বাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে নর্দমায় ফেলে দেওয়া হয়। ঘটনার তিনদিন পর পচাগলা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে যুবকের খুনের নেপথ্যে রয়েছে তাঁর স্ত্রী। সঙ্গে সঙ্গে রবিনা ও তাঁর প্রেমিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা খুনের অভিযোগ স্বীকার করে নিয়েছে বলেই খবর।