শেষ আপডেট: 27th October 2024 19:34
দ্য ওয়াল ব্যুরো: কেরালার পারাসশালা টাউনে রবিবার উদ্ধার হল এক ইউটিউবার দম্পতির দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন তাঁরা। প্রতিবেশীদের খবরের ভিত্তিতেই দেহ উদ্ধার করতে আসে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে জানা গেছে, সেলভাজ (৪৫) ও তাঁর স্ত্রী প্রিয়া (৪০) 'সেল্লু ফ্যামিলি' নামের একটি চ্যানেল চালাতেন ইউটিউবে। দুদিন ধরে তাঁদের দেখা মেলেনি কোথাও। বাড়িতেই রয়েছেন এমন বোঝা যায়। প্রতিবেশীরা ডাকাডাকি করলেও আওয়াজ না মেলায় পুলিশে খবর দেন তাঁরা।
পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। একজন ঝুলন্ত অবস্থায় ছিলেন। অন্যজন বিছানায় পরে। ঠিক কীভাবে মৃত্যু হল এই দম্পতির তা নিশ্চিত না হলেও পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছেন তাঁরা।
শেষ ভিডিও তাঁরা পোস্ট করেছিলেন শুক্রবার। একটি ৫৫ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয় এই চ্যানেল থেকে। চ্যানেলের ১৮ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। ১৪০০টি ভিডিও পোস্ট করা হয়েছে এপর্যন্ত।
পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।