শেষ আপডেট: 30th January 2025 16:10
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের সীতাপুরের সংসদ রাকেশ রাঠোরকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ। তাঁর বিরুদ্ধে এক মাঝবয়সি মহিলাকে ধর্ষণের অভিযোগে এফআইআর হয়েছে। সীতাপুরের পুলিশ সুপার চক্র্রেস মিশ্র জানিয়েছেন প্রায় দু সপ্তাহ কংগ্রেস সাংসদ গা ঢাকা দিয়েছিলেন।
কংগ্রেস সূত্রে বলা হয়েছে, রাকেশ রাঠোর বৃহস্পতিবার তাঁর সিতাপুরের বাড়িতেই ছিলেন। যেখানে সাংবাদিক বৈঠক করার সময় পুলিশ এসে তাঁকে তুলে নিয়ে যায়। পরে সংসদকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের বক্তব্য বছর ৪৫ এর ওই মহিলাকে কংগ্রেস সাংসদ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। এছাড়াও তিনি ওই মহিলাকে দলে গুরুত্বপূর্ণ পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও অভিযোগ। ধর্ষণের ঘটনা চেপে যেতে সাংসদ ওই মহিলাকে নানাভাবে ভয়ভীতি দেখানো এবং কোথাও মুখ না খুলতে চাপ সৃষ্টি করেছিলেন বলেও থানায় অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, এ মাসের ১৭ তারিখ ধর্ষিতা মহিলা থানায় অভিযোগ দায়ের করার পর থেকে অভিযুক্ত সংসদ পালিয়ে বেড়াচ্ছিলেন। তিনি বেশ কয়েকবার আগাম জামিন নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আদালত আগাম জামিন মঞ্জুর করেনি। বুধবার তিনি এলাহাবাদ হাইকোর্টের লখনয়উ বেঞ্চের কাছে আগাম জামিনের আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি। আদালত তাঁকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়।
কংগ্রেস সূত্রে দাবি করা হয়েছে, আদালতের নির্দেশ মেনে দলীয় সাংসদ বৃহস্পতিবার থানায় আত্মসমর্পণ করতেন। তার আগে নিজের বক্তব্য জনসমক্ষে তুলে ধরতে তিনি সাংবাদিক বৈঠক ডেকেছিলেন। পুলিশ তাঁকে সেই সুযোগ দেয়নি। সাংবাদিক বৈঠক থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশ দাবি করেছে অভিযুক্ত কংগ্রেস সাংসদের বাড়িতে গিয়ে পুলিশের তরফে জানানো হয়েছিল দ্রুত আত্মসমর্পণ করতে। কিন্তু তিনি তা করেননি। তাই বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক চলাকালেই পুলিশ তাকে গ্রেফতার করে।