শেষ আপডেট: 25th June 2024 19:23
দ্য ওয়াল ব্যুরো: প্রশ্নফাঁস বিতর্কে দেশ জুড়ে উত্তাল। নিট-নেট কাণ্ডে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। এরই মধ্যেএবার প্রশ্নফাঁস রুখতে কড়া আইনের পথে যেতে চলেছে উত্তরপ্রদেশ।
মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানেই সিদ্ধান্ত হয় যে প্রশ্নফাঁস রুখতে বিধানসভায় শীঘ্রই নয়া আইন পাশ করা হবে। যেখানে ঠিক হয়, এই ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সঙ্গে দিতে হবে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানাও।
এদিন সে রাজ্যের ক্যাবিনেটে প্রশ্ন ফাঁসের অপরাধে দোষীদের কড়া শাস্তির প্রস্তাব দেওয়া হয়। বলা হয়েছে, যে কোনও প্রতিযোগিতামূলক, পদোন্নতি পরীক্ষা, ডিগ্রি-ডিপ্লোমা, যে কোনও প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস বা কোনও শংসাপত্রে জালিয়াতির ঘটনায় অপরাধীদের ২ বছর থেকে যাবজ্জীবন শাস্তি হবে। একইসঙ্গে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা অধিবেশনেই এই অধ্যাদেশ পাশ করা হবে। এরপর রাজ্যপাল অনুমোদন দিলেই এই অধ্যাদেশ আইনে পরিণত হবে। উল্লেখ্য, চলতি বছরেই উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল পরিস্থিতি। যার জেরে বাতিল করতে হয় ওই পরীক্ষা। এই ঘটনায় ইতিমধ্যেই ৬জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ নিয়োগের পরীক্ষাতেও ঘটে একই প্রশ্নফাঁসের ঘটনা। এহেন পরিস্থিতির মাঝেই এবার প্রশ্নফাঁসে কড়া আইনের পথে হাঁটছে যোগী সরকার।
শুধু প্রশ্নফাঁস নয়, ভুয়ো প্রশ্নপত্র ছড়ানোর অপরাধেও একই শাস্তি দেওয়া হতে পারে। ব্যক্তি বা সংস্থার জন্য কোনও পরীক্ষা প্রভাবিত হলে সেই সংস্থা বা ব্যক্তিকে ওই পরীক্ষার খরচ বহন করতে হবে। এক্ষেত্রে অভিযুক্তের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে। এমনকী এমন ঘটনায় জামিন আটকাতেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।