শেষ আপডেট: 5th March 2025 18:31
দ্য ওয়াল ব্যুরো: ঔরঙ্গজেবের প্রশংসা করা মহারাষ্ট্রের সমাজবাদী পার্টি বিধায়ক আবু আজমিকে উত্তরপ্রদেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে যথাযোগ্য মর্যাদায় ওই সপা বিধায়কের 'উপাচার' করা হবে বলে প্রচ্ছন্ন হুমকির সুরে বুধবার বিধানসভায় বলেন বিজেপি মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রধান বিরোধী দল সপাকে কড়া নিন্দা করে আবু আজমিকে দল থেকে বহিষ্কারের উপদেশ দেন তিনি। ওই বিধায়ককে এ রাজ্যে পাঠিয়ে দিন, আমরাই ওনার জন্য বিশেষ ব্যবস্থা করে দেব, বলেন মুখ্যমন্ত্রী।
যোগী বলেন, সমাজবাদী পার্টি উসকো নিকালো পার্টি সে। ইউপি ভেজ দো, বাকি উপচার হাম আপনে আপ করওয়া লেঙ্গে। আদিত্যনাথ আরও বলেন, এসপি নেতারা মহাকুম্ভকে আক্রমণ করে গিয়েছে। আর এখন ওরা সেই লোকের প্রশংসা করছে, যে একের পর এক হিন্দু মন্দির ভেঙেছে। ছত্রপতি শিবাজি মহারাজের বীরত্ব নিয়ে যিনি লজ্জা পান এবং ঔরঙ্গজেবকে আদর্শ বলে মনে করেন, তাঁর কি এদেশে থাকার অধিকার আছে, প্রশ্ন তুলেছেন যোগী। সমাজবাদী পার্টিকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা আপনাদের বিধায়ককে শাসন করতে পারছেন না কেন? আপনারা কেন এই ঘটনার নিন্দা করছেন না?
প্রসঙ্গত, মুঘল শাসক ঔরঙ্গজেবের প্রশংসা করায় মহারাষ্ট্র বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমিকে। চারবারের বিধায়ক তথা মহারাষ্ট্র সমাজবাদী পার্টির সভাপতি আবু আজমিকে নিয়ে দুদিন ধরে মারাঠা রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। ভিকি কৌশল অভিনীত ছাবা সিনেমায় ঔরঙ্গজেবের চরিত্রকে যেভাবে তুলে ধরা হয়েছে, তার সমালোচনা করে মুঘল বংশের প্রায় শেষ সম্রাটের গুণগান করেছিলেন আজমি। তার জেরে বুধবার রাজ্যের মন্ত্রী চন্দ্রকান্ত পাটিল বিধানসভায় একটি বরখাস্তের প্রস্তাব আনলে তা গৃহীত হয়। আবু আজমিকে চলতি বাজেট অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে।
সাসপেনশনের বিষয়ে আজমি বলেন, তাঁর সঙ্গে অবিচার হয়েছে। সরকারের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আজমির কথায়, এই সাসপেনশন শুধু আমার প্রতি অবিচার নয়, আমাকে ভোট দিয়ে প্রতিনিধি করেছেন যাঁরা, তাঁদেরও অপমান। আমি সরকারের কাছে জানতে চাই, রাজ্যে কী দুধরনের আইন রয়েছে? একটি আইন আবু আজমির জন্য ও আরেকটি আইন প্রশান্ত কোরাটকর ও রাহুল শোলাপুরকরের জন্য। বিরোধীরা তো অভিনেতা রাহুল শোলাপুরকর ও প্রাক্তন সাংবাদিক প্রশান্ত কোরাটকরের বিরুদ্ধেও পদক্ষেপের দাবি তুলেছেন। এই দুজনও তো ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে অবমাননাকর কথা বলেছিলেন, দাবি আবু আজমির।