শেষ আপডেট: 29th January 2025 11:32
যোগী আরও বলেন, 'সাধু-সন্তরা জানিয়েছেন, প্রথমে পুণ্যার্থীরা স্নান করবেন, তারপর তাঁরা সঙ্গমে যাবেন। তাই সবাই ধৈর্য ধরুন, আতঙ্কগ্রস্ত হবেন না। প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত, যে কোনও পরিস্থিতিতে সহায়তা করবে। গুজব ছড়ালে বিপদ হতে পারে।'
তথ্য অনুযায়ী, প্রায় ৮ কোটি পুণ্যার্থী প্রয়াগরাজে রয়েছেন এখন, গতকাল প্রায় সাড়ে ৫ কোটি মানুষ ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেন। মঙ্গলবার গভীর রাতেও সঙ্গমের দিকে মানুষের স্রোত অব্যাহত ছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। মধ্যরাতে, একসময়ে ভিড়ের চাপ সহ্য করতে না পেরে ঘাটের ব্যারিকেড ভেঙে যায়, মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। পুণ্যার্থীদের চিৎকার, ধাক্কাধাক্কি, পদপিষ্ট হওয়ার আতঙ্কে চারদিক অশান্ত হয়ে ওঠে।
এক পরেই পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একাধিকবার ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
যোগী বলেন, 'সকালের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারবার ফোন করে পরিস্থিতির খবর নিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলও নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।'
সরকারি প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মাইকিং করে পুণ্যার্থীদের নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে। ভিড় সামাল দিতে হেলিকপ্টারের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
মহা কুম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মৌনী অমাবস্যা। লক্ষ লক্ষ তীর্থযাত্রী এদিন প্রয়াগরাজের সঙ্গমে স্নান করতে ভিড় জমিয়েছিলেন। প্রবল ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খায় মেলা কর্তৃপক্ষ। অতিরিক্ত ভিড়ের চাপ সামলাতে কর্তৃপক্ষ একাধিক ঘোষণার মাধ্যমে ভক্তদের দ্রুত ঘাট খালি করার অনুরোধ জানায়। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। উত্তেজনার মধ্যে আচমকাই সঙ্গম এলাকায় পদপিষ্টের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আহতদের দ্রুত মেলা প্রাঙ্গণের কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর একাধিক অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছয়। স্ট্রেচারে করে আহতদের হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।