যোগী আদিত্যনাথ (ছবি সৌজন্যে: গুগল)
শেষ আপডেট: 26th March 2025 21:52
দ্য ওয়াল ব্যুরো: আগরা বিমানবন্দরে জরুরি অবতরণ করল যোগী আদিত্যনাথের বিমান। বুধবার আগরায় জনসভা শেষে লখনউ ফেরার পথে তাঁর বিমানে সমস্যা দেখা দেয়। যান্ত্রিক ত্রুটির জন্যই বিমানটির জরুরি অবতরণ করানো হয়। টেকঅফ করে গিয়েও আগরা ফেরে সেটি।
যোগী আদিত্যনাথের কোনও ক্ষতি হয়নি। বিমান অবতরণের পর সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। পরে তাঁকে অন্য একটি বিমানে করে লখনউ পাঠানো হয়।
প্রশাসনের তরফে জানানো হয়, বিমানটির ব্রেকিংয়ে সমস্যা ছিল। এই যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করে পাইলট সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করেন।
উত্তরপ্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় আসার আট বছর দু'দিন আগে পালন করেছে যোগী সরকার। বুধবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে আদিত্যনাথ কটাক্ষ করে বলেন, 'বিরোধীরা রাজ্যের উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা করছে। একসময় এই রাজ্যে যুবকদের পরিচয় নিয়ে সংকট ছিল, কৃষকরা আত্মহত্যা করতেন, দরিদ্ররা অনাহারে মারা যেতেন। এখন সেই পরিস্থিতি বদলে গেছে।'
উত্তরপ্রদেশের উন্নয়ন প্রসঙ্গে তাঁর দাবি, আগে রাজ্যের যুবকরা চাকরি পেতেন না, বাইরে গেলেও পরিচয় সংকটে ভুগতে হত। কিন্তু আজ রাজ্যের সম্মান রক্ষার ক্ষেত্রে তাঁরা দৃঢ় প্রতিজ্ঞ।
কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে একযোগে আক্রমণ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, 'উত্তরপ্রদেশের গর্বের প্রশ্ন এলে ওরা বিভ্রান্তিকর মন্তব্য করেই প্রথমে শুরু করে।'