শেষ আপডেট: 2nd December 2023 07:39
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের আর এক ঐতিহাসিক শহর ফিরোজাবাদের নাম বদলের প্রস্তাব পাশ হল পুরনিগমের বৈঠকে। প্রাচীন শহরটির নতুন নাম হবে চন্দ্রনগর। যোগী আদিত্যনাথ সরকারের সবুজ সংকেত পেয়েই পুরনিগম ফিরোজাবাদের নাম বদলের প্রস্তাব পাশ করিয়েছে বলে খবর।
বিজেপি সূত্রে জানা যাচ্ছে, লোকসভা নির্বাচনের আগে যোগী সরকার বেশ বেশ কয়েকটি শহর, জেলার 'মুসলিম' নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে। মেরুকরণ অস্ত্রে শান দিতেই এই ভাবনা বলে খবর।
দিন পনেরো আগে উত্তরপ্রদেশের আর এক ঐতিহাসিক শহর আলিগড়ের নাম বদলের প্রস্তাব পাশ করিয়েছে স্থানীয় পুরনিগম। প্রাচীন শহরটির নাম বদলে হরিগড় রাখা হবে। শহরের মেয়র প্রশান্ত সিংঘলের দাবি, সব কাউন্সিলর এই প্রস্তাবে সায় দিয়েছেন। একই দাবি করেছেন ফিরোজাবাদের মেয়র কামিনী রাঠোরও।
গেরুয়া শিবিরের দাবি, ফিরোজাবাদের আদি নাম চন্দ্রনগর। রাজা চন্দ্রসেনের অধীনে ছিল শহরটি। মোঘল আমলে সেনা প্রধান ফিরোজ শাহ পরাজিত করেন চন্দ্রসেনকে। তারপর শহরের নাম বদলে দেওয়া হয়।
নিয়ম হল, পুরনিগমের প্রস্তাব এবার রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। শহর, জেলা ইত্যাদির নাম বদলের অনুমতি দিতে পারে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই জানিয়েছেন, প্রস্তাব এলে বিবেচনা করা হবে।
উত্তরপ্রদেশের বিজেপি সরকার এর আগে রাজ্যের অনেকগুলি ঐতিহাসিক স্থানের নাম বদল করেছে। সব ক্ষেত্রেই ইসলামিক নাম বদলে দেওয়া হয়েছে। এরমধ্যে অন্যতম হল, মোঘলসরাই স্টেশনের নাম বদলে করা হয় দীনদয়াল উপাধ্যায়, এলাহাবাদ শহর হয়েছে প্রয়াগরাজ এবং ফৈজাবাদ জেলা হয়েছে অযোধ্যা।
যোগী তাঁর নিজের শহর গোরখপুরের এক ডজনের বেশি ওয়ার্ডের মুসলিম নাম বদলে দিয়েছেন। হিন্দু সাধুদের নামে নাম রাখা হয়েছে ওয়ার্ডগুলির।
হিন্দুত্ববাদীদের দাবির মধ্যে আছে সুলতানপুরের নাম বদলে রাখা হোক ভভনপুর। এছাড়া মৈনপুরিকে মায়ান নগর, মির্জাপুরকে বিন্দধাম করার দাবি তুলেছে গেরুয়া শিবির।
আলিগড় এবং ফিরোজাবাদ ভারতের ঐতিহাসিক শহরগুলির মধ্যে অন্যতম। আলিগড়ের নাম জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে। শিক্ষাতেও অগ্রগণ্য এই শহর। প্রখ্যাত আলিগড় বিশ্ববিদ্যালয় এই শহরে অবস্থিত। অন্যদিকে, আগ্রার অদূরে অবস্থিত ফিরোজাবাদ কাচ তৈরির জন্য প্রসিদ্ধ। বিজেপি সহ হিন্দুত্ববাদী শিবির আগ্রার নামও বদলে দেওয়ার দাবি তুলেছে। তারা চায় তাজমহলের শহরের নাম হোক আগ্রাবন।