শেষ আপডেট: 22nd January 2025 11:12
দ্য ওয়াল ব্যুরো: মেলা প্রাঙ্গনে এই মুহূর্তে লাখ পঞ্চাশ পূর্ণার্থী। ইতিমধ্যে একবার আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো আস্তানা। কিন্তু তাতে কী! মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার প্রয়াগের ত্রিবেণী সঙ্গমের এক সভাঘরে মন্ত্রিসভার বৈঠক করবেন। তারপর ৫৪ মন্ত্রীকে নিয়ে গঙ্গায় ডুব দেবেন।
মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি নিয়ে হিমশিম অবস্থা উত্তর প্রদেশ পুলিশের। রাজ্য পুলিশের ডিজি অবশ্য জোর গলায় দাবি করেছেন নিরাপত্তায় কোন সমস্যা হবে না। প্রশাসনের দাবি নির্বিঘ্নেই চলবে স্নান। কোনও পূণ্যার্থীর সমস্যা হবে না।
মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন যোগী। তারমধ্যে উল্লেখযোগ্য হল রাজ্যের ৪০ লাখ পড়ুয়াকে মোবাইল/ট্যাব দেওয়া। প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদ, আগ্রা সহ একাধিক নগর নিগমকে বন্ড ছেড়ে বাজার থেকে অর্থ উপার্জনের অনুমতি প্রদান। সাতটি জেলা নিয়ে নতুন ধর্ম পর্যটন সার্কিট চালু এবং টাটাদের সঙ্গে যৌথ উদ্যোগে ৬২টি আইআইটি তৈরি।
ভিড়ের অরণ্য প্রয়াগরাজে মহাকুম্ভের মেলা চলাকালে যোগীর সেখানে মন্ত্রিসভার বৈঠক করা এবং সদলবলে মন্ত্রীদের নিয়ে গঙ্গাস্নানের কর্মসূচি ঘিরে বিজেপির বন্দরে জল্পনা চলছে। এমনীতেই মেলাপ্রাঙ্গণ সহ গোলা প্রয়াগরাজকে তিনি যোগী নগর করে তুলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
শুধু তাই নয়, এই প্রথম বিজেপি শাসিত কোনও রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সেভাবে দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের কিছু মন্ত্রকের বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর ছবি শোভা পাচ্ছে। বিরোধীদের সুরে মুখ না খুললেও বিজেপির অন্দরে অনেকেই বলছেন, সরকারি ক্ষমতার জোরে যোগী মহাকুম্ভ মেলাকে হাইজ্যাক করেছেন।