যোগী আদিত্যনাথ (ছবি সৌজন্যে: গুগল)
শেষ আপডেট: 26th March 2025 17:41
দ্য ওয়াল ব্যুরো: 'সরকারকে ব্ল্যাকমেল করে যেকোনও সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি (Waqf) বলে দাবি করা যায় না,' বিরোধীদের স্পষ্ট করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বিজেপি সরকার এই ধরনের সম্পত্তি নিয়ে যা চাইছে, তাতে ভাল হবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনেরই, আশ্বস্ত করলেন তিনি। ওয়াইসি-সহ বিরোধী নেতাদের কটাক্ষ করে সম্পত্তি নিয়ে বিস্ফোরক মন্তব্যও করলেন যোগী।
মসজিদ ও ওয়াকফের সম্পত্তি দখল করতে চাইছে এক শ্রেণি। কোথাও নাম করে, কোথাও আবার নাম না করে বিরোধীরা কটাক্ষ করেছে বিজেপিকে। উত্তরপ্রদেশে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ইস্যুকে ফ্রন্টফুটে এনে যোগী সরকারের মোটিফ নিয়ে প্রশ্ন তুলেছে তারা। এই প্রসঙ্গে সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুললেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সমস্ত প্রশ্নের জবাব দিলেন, বুঝিয়ে দিলেন তাঁর সরকার আদতে কী চায়। অভিযোগের ভঙ্গিতেই জানালেন, বিরোধীরা ভুল তথ্য প্রচার করছে। মানুষকে ভুল বোঝাচ্ছে। পাল্টা বিরোধীদের উদ্দেশে প্রশ্ন ছোঁড়েন, ওয়াকফের নামে কত জমি দখল করতে চায় বিরোধীরা? তারা আদৌ কি কোনও ভাল কাজে ওই সম্পত্তি ব্যবহার করেছে?
বিরোধীদের কোর্টে বল দিয়ে যোগীর দাবি, যে ওয়াকফ সম্পত্তি নিয়ে এত কথা হচ্ছে, এত কাদা ছিটছে, সেই ওয়াকফ সম্পত্তি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে এবং একই সম্পত্তি একাধিকবার বিক্রি করে এই বিতর্ক তৈরি করার চেষ্টা চলছে। বলেন,'বিজেপি মসজিদ দখল করবে কেন? বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করছে। ওয়াকফের নামে কত জমি দখল করা হয়েছে? তারা কোনও জনকল্যাণমূলক কাজ করেছে সেই জমিতে? কিছুই করেনি। বরং এই সম্পত্তি ব্যক্তিগত স্বার্থে বিক্রি করা হয়েছে। একাধিক ক্রেতার কাছে এক সম্পত্তি বিক্রি হয়েছে, যার ফলে এখন বিতর্ক চলছে।'
এই প্রসঙ্গে জানিয়ে দেন, বিজেপির লক্ষ্য ওয়াকফ সম্পত্তিকে অবৈধ দখলমুক্ত করা এবং তা প্রকৃত উপকারভোগীর কাজে লাগানো। ওয়াকফ সম্পত্তির স্বচ্ছতা বাড়াতে বিজেপি আইন সংশোধনের পক্ষে। বলেন, 'ওয়াকফ আইন সংশোধন করা এখন দেশের স্বার্থে জরুরি এবং এতে মুসলিম সম্প্রদায়ের মানুষজনেরও উপকার হবে।' তবে, এই সংশোধন হলে যাঁরা ইতিমধ্যেই এই ধরনের সম্পত্তিতে বিনিয়োগ করেছেন, তাঁরা সমস্যায় পড়তে পারেন। তাই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তাঁদের সতর্ক করেন।
এরপরই ওয়াকফ বোর্ড ও তার কাজ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অভিযোগ করেন, এই বোর্ড ক্ষমতার অপব্যবহার করেছে। যেকোনও সম্পত্তি দখল করার সিদ্ধান্ত বোর্ড নেয়। এভাবে চলে না। কোন দেশে এমন সম্ভব? সরকারকে ব্ল্যাকমেল করে যেকোমও জমিকে ওয়াকফের সম্পত্তি বলে দেওয়া যায় না বলেও জানান।
যদিও এই সংশোধনের তীব্র বিরোধিতা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Assasuddin Owaisi)। 'অসাংবিধানি' বলে কটাক্ষ করার পাশাপাশি তিনি অভিযোগ তোলেন, এই বিলের মাধ্যমে নাকি সরকার মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি, বিশেষ করে মসজিদ দখলের চেষ্টা করছে।