শেষ আপডেট: 28th December 2023 20:01
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এখন থেকেই প্রস্তুতি তুঙ্গে। যে অযোধ্যা শহরে খুব বেশি হোটেল ছিল না, এমনকী পরিবহণ ব্যবস্থাও ছিল তথৈবচ, সেখানেই এখন তৈরি হয়েছে অত্যাধুনিক বিমানবন্দর। অযোধ্যায় নতুন করে সংস্কার হওয়া রেল স্টেশন সহ আগামী ৩০ তারিখ সেই বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মন্দির নগরী অযোধ্যায় পৌঁছানোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পথ হতে চলেছে নবনির্মিত মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরের প্রথম ধাপের নির্মাণের জন্য এখনও পর্যন্ত খরচ হয়েছে ১৪৫০ কোটি টাকা। আগামী ৩০ ডিসেম্বর অর্থাৎ শনিবার ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল শুরু করবে এই বিমানবন্দর থেকে। জানুয়ারি মাসেই দিল্লি, মুম্বই এবং আমদাবাদ থেকে অযোধ্যা পর্যন্ত নিয়মিত বিমান চলাচল শুরু হয়ে যাবে বলে জানিয়েছে দুটি বিমান সংস্থা।
এয়ারপোর্ট কর্তৃপক্ষ সূত্রে খবর, রাক্ষসরাজ রাবণকে যুদ্ধে হারিয়ে ভগবান রামের অযোধ্যায় ফিরে আসার কাহিনির প্রতিফলন দেখা যাবে বিমানবন্দরের কোণায় কোণায়। সেই অনুভূতির সঙ্গে একাত্ম হতে পারবেন যাত্রীরাও, এমনটাই দাবি কর্তৃপক্ষের। সেই হিসেবেই বিমানবন্দরের বিভিন্ন অংশের নকশা চূড়ান্ত করা হয়েছে। যেমন, টার্মিনাল বিল্ডিংয়ের ছাদ বিভিন্ন উচ্চতার শিখর দ্বারা সজ্জিত থাকবে। এই শিখরগুলির গায়ে সমগ্র টার্মিনাল জুড়ে অলংকৃত করা হবে রামায়ণ মহাকাব্যের মূল ঘটনাগুলি।
কর্তৃপক্ষের দাবি, কলোনেডের মধ্য দিয়ে হাঁটার সময় শিহরণ জাগানো অনুভূতি হবে, কারণ দৃশ্যত রামায়ণের কাহিনি বর্ণনা করা হয়েছে সেখানে। টার্মিনালের সম্মুখভাগে রয়েছে একটি কাচের কলোনেড, যেটির উদ্দেশ্য অযোধ্যার প্রাসাদের পরিবেশ তৈরি করা। সাড়ে ৬ হাজার বর্গমিটার বিস্তৃত এই নতুন টার্মিনাল ভবনটি দিয়ে একসঙ্গে ৬০০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। বার্ষিক ১০ লক্ষ যাত্রী নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন অযোধ্যা বিমানবন্দর দিয়ে।
সূত্রের খবর, দ্বিতীয় পর্যায়ে ৫০,০০০ বর্গমিটার বিস্তৃত নতুন টার্মিনাল বিল্ডিং তৈরি করা হবে, যেটির যাত্রী ধারণ ক্ষমতা হবে একসঙ্গে সর্বোচ্চ ৩০০০ জন। এছাড়া বার্ষিক ৬০ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন সেখান দিয়ে। থাকবে ট্যাক্সি ট্র্যাক, এবং অতিরিক্ত ১৮টি বিমান পার্কিং-এর ব্যবস্থা, যার জন্য ৩৭৫০ মিটার পর্যন্ত সম্প্রসারণ করা হবে রানওয়ে।