শেষ আপডেট: 8th January 2025 12:40
দ্য ওয়াল ব্যুরো: কখনও স্বল্পবসনা তরুণীর মেট্রোয় ওঠা, কখনও যাত্রীদের সামনেই তরুণ-তরুণীর ঘনিষ্ঠতা, আবার কখনও বসার জায়গা নিয়ে তুমুল ঝগড়া— এমন নানা ঘটনা বার বার দিল্লি মেট্রোকে আলোচনার কেন্দ্রে এনেছে। সম্প্রতি আবারও দিল্লি মেট্রোতে তেমনই একটি ঘটনা ঘটেছে, যা ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দিল্লি মেট্রোর মহিলা কোচে সিট নিয়ে দুই মহিলার ঝগড়া লেগে যায়। আর তা পরবর্তীতে বিরাট আকার নেয়। এই ঘটনার ভিডিওটি দিল্লি কানেকশন নামের একটি ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে। ভিডিওটি দেখার পর পাবলিক ট্রান্সপোর্টে যাত্রীদের আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়।
View this post on Instagram
ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা প্রচণ্ড রেগে অন্যজনকে বলে, 'আমার কোলে বসো!'—যা শুনে অন্য মহিলা সত্যিই তাঁর কোলে বসার চেষ্টা করেন। এই ঘটনায় পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে এবং ঝগড়া থেকে তা সোজা মারামারিতে পরিণত হয়। এরপর কোলে বসে পড়া মহিলাটি উঠে দাঁড়িয়ে অন্য মহিলার চুল টানাটানি শুরু করেন।
পরিস্থিতি বেগতিক হয়ে উঠলে, আশপাশের যাত্রীরা এগিয়ে এসে ঝগড়া থামানোর চেষ্টা করেন। এই ঘটনা দিল্লি মেট্রোতে যাত্রীদের শৃঙ্খলা এবং শালীনতার অভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ভিডিওয় বহু মানুষ কমেন্ট করেছেন। এক ব্যক্তি লিখেছেন, 'এখন কথায় কথায় মানুষ একে অপরের গায়ে হাত তুলছে। এটা বন্ধ হওয়া দরকার।'
ট্রেন বা বাসে বসার জায়গা নিয়ে তর্ক-বিতর্ক নতুন কিছু নয়। মেট্রোতেও এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। তবে বেশিরভাগ সময়েই এই ঝামেলা কথা কাটাকাটিতে শেষ হয়ে যায়। তবে মেট্রোর মতো জায়গায়, যেখানে অনেক সিট প্রায়ই খালি থাকে, সেখানে নির্দিষ্ট সিট নিয়ে হাতাহাতির ঘটনা বেশ বিরল।