শেষ আপডেট: 14th March 2025 16:29
দ্য ওয়াল ব্যুরো: নিজের পছন্দের পাত্রকে পরিবারের অমতে বিয়ে (Mariage) করেছিলেন তরুণী। সাত পাকে ঘোরার চব্বিশ ঘটনা কাটতে না কাটতেই তাঁকে খুন করল বাবা ও দাদা। অভিযোগ, পরিবারের অমতে ভিন জাতের প্রেমিককে বিয়ে করার অপরাধে এমন পরিণতি।
পুলিশ সূত্রে খবর, তরুণীর নাম নেহা রাঠোর। নয়ডা (Noida) সেন্ট্রাল এলাকার বাসিন্দা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাপুরের বাসিন্দা দেবেন্দ্র সিংহের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল ২৩ বছর বয়সি তরুণীর। তবে ভিন্ন জাতের কারণে সেই সম্পর্ক মেনে নেয়নি পরিবার। তাই পরিবারের অমতেই প্রেমিককে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন দু'জনে।
অভিযোগ বাবা ও ভাই শ্বাসরোধ করে খুন করে নেহাকে। পরে পমান লোপাটের জন্য দেহ তাড়াতাড়ি পুড়িয়েও দেন। নয়ডার ঘটনায় অভিযুক্ত বাবা ও দাদাকে গ্রেফতার করে জেরা শুরু করেছে পুলিশ।
গত ১১ মার্চ, মঙ্গলবার বাড়ি থেকে পালিয়ে পছন্দের পাত্র দেবেন্দ্রকে গাজিয়াবাদের একটি মন্দিরে বিয়ে করেন নেহা। কিন্তু তা জানতে পেরেই মাথায় খুন চেপে যায় বাবা ভানু রাঠোর ও দাদার মাথায়। এরপরই মেয়েকে খুন করার পরিকল্পনা করেন তাঁরা।
অভিযোগ, বড় মাপের বিয়ের অনুষ্ঠান করবেন বলে মেয়েকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর সব ঠিক থাকলেও পরদিন বাবা এবং ভাই নেহাকে খুন করে বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি অভিযুক্ত বাবা ও দাদাকে গ্রেফতার করে সবটা জানার চেষ্টা করছে পুলিশ।