শেষ আপডেট: 10th November 2024 20:07
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরু এয়ারপোর্ট থেকে বেরিয়ে নকল ওলা চালকের খপ্পরে তরুণী। টাকা খোয়ানোর আগেই উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বাঁচালেন নিজেকে। পুলিশ আসার আগে পর্যন্ত তাঁর সঙ্গে ঠিক কী কী হয়েছে, তা শুনে শিউরে উঠছে নেটিজেনরা।
শুক্রবার রাত ১০.৩০ নাগাদ বেঙ্গালুরু বিমানবন্দরে নামেন তিনি। এরপর সেখানে উপস্থিত ওলার কাউন্টার থেকে একটি ক্যাব বুক করেন। সেই ক্যাব আসার আগেই তাঁর সামনে অন্য একটি ওলা ক্যাব এসে দাঁড়ায় এবং গন্তব্য শুনে যেতে রাজি হয়। তিনিও বিলম্ব না করে ওই ক্যাবে উঠে পড়েন।
গাড়িতে ওঠার পর কোনও ওটিপি চাওয়া হয়নি। এরপর গুগল ম্যাপ খুলে চালক ওই তরুণীকে গন্তব্য লিখে দিতে বলেন। জানানো হয়, অ্যাপের ম্যাপ কাজ করছে না। ম্যাপে গন্তব্য দেখেই অতিরিক্ত টাকা দাবি করতে শুরু করে চালক। তরুণী অতিরিক্ত টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে অন্য গাড়িতে তুলে দেওয়ার হুমকি দিতে থাকে। তরুণী তাকে এয়ারপোর্টের পিক আপ পয়েন্টে ফেরত নিয়ে যাওয়ার দাবি জানান।
কথোপকথন চলতে চলতে গাড়ি পৌঁছয় একটি পেট্রল পাম্পে। সেখানে ওই তরুণীর থেকে তেলের দাম বাবদ ৫০০ টাকা চাওয়া হয়। মাথা ঠান্ডা রেখে ওই তরুণী ১১২-তে ডায়াল করে পুলিশকে জানায় বিষয়টি। ক্যাবে ওঠার প্রথম থেকেই পরিবারের একজনকে এই বিষয়টি তিনি জানিয়ে রেখেছিলেন। ঘটনা শোনার পর পুলিশ দ্রুত পদক্ষেপ করে। ধরা হয় ওই ওলা চালককে। উদ্ধার করা হয় তরুণীকে। পরে জানা যায়, ওই চালকের নাম বাসবরাজ।
এই গোটা ঘটনা এক্স হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, 'একজন ক্যাব চালক প্রায় লুটে নিচ্ছিল, ধর্ষণের মতো ঘটনা হতে পারত, আটকে গিয়েছিলাম। ১১২-এ ফোন না করলে ওইদিন কী হত, আমি এটা এখানে শেয়ারই করতে পারতাম না।'
এই পোস্ট দেখে অনেকেই লিখেছে কমেন্টে শিউরে ওঠার মতো ঘটনা। অনেকে লিখেছেন, শুনে গায়ে কাঁটা দিচ্ছে। কিছু জন তরুণীর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। একজন আবার লেখেন, 'আমাদের জন্য দুঃখের সময় এটা। বাড়ি ফেরার সময় সুরক্ষিত মনে করতে পারি না।' অনেকে বিমানবন্দর কর্তৃপক্ষের দিকেও আঙুল তুলেছেন।