শেষ আপডেট: 9th April 2024 21:14
দ্য ওয়াল ব্যুরো: নিজেদের শুল্ক দফতরের অফিসার পরিচয় দিয়ে এক মহিলা আইনজীবীর কাছ থেকে ১০ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠল প্রতারকদের বিরুদ্ধে। পরে ওই মহিলা আইনজীবীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নিজেকে একজন আইনজীবী হিসেবে দাবি করে বেঙ্গালুরু পুলিশে জানানো অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, ৫ এপ্রিল কিছু লোক নিজেদের মুম্বইয়ের শুল্ক বিভাগের কর্মকর্তা হিসেবে দাবি করে তাঁকে ভিডিও কলে যোগাযোগ করে। সেখানে তাঁকে জানানো হয় যে সিঙ্গাপুর থেকে ওই মহিলার নামে একটি মাদকের প্যাকেজ পাঠানো হয়েছিল এবং এই বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্যই তাঁকে ভিডিও কল করা হয়েছে।
পরে সেই ভিডিওকলের কথোপকথনের অংশ এডিট করে প্রতারকরা তাঁকে ব্ল্যাকমেল শুরু করে বলেও মহিলার আইনজীবীর অভিযোগ। অবিলম্বে ১০ লক্ষ টাকা তাঁদের অ্যাকাউন্টে স্থানান্তর না করলে ভিডিওটি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
৭ এপ্রিল পুলিশে জানানো অভিযোগ ওই মহিলা জানিয়েছেন, সামাজিক সম্মানের কথা ভেবে আতঙ্কিত হয়ে প্রথমে তিনি ওই শুল্ক অফিসার সেজে ফোন করা লোকেদের অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা পাঠিয়ে দেন। তারপরই প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে প্রতারকদের এখনও কোনও নাগাল পাননি তদন্তকারীরা।