শেষ আপডেট: 25th September 2024 14:23
দ্য ওয়াল ব্যুরো: পুণের পর এবার লখনউ। ফের কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে এক কর্মীর মৃত্যুর অভিযোগ উঠল। মঙ্গলবার এক প্রথম সারির বেসরকারি ব্যাঙ্কে কর্মরত মহিলার মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, অফিসে কাজ করার সময় আচমকাই চেয়ার থেকে পড়ে গিয়েই মৃত্যু হয় সাদাফ ফাতিমা নামে ওই মহিলা কর্মীর। ৪৫ বছর বয়সি ফাতিমা বেসরকারি ওই ব্যাঙ্কের লখনউ ব্রাঞ্চে অ্যাডিশনাল ডেপুটি ভাইস প্রেসিডেন্ট হিসাবে কর্মরত ছিলেন।
ফতিমার অস্বাভাবিক মৃত্যু নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সহকর্মীদের দাবি, ‘কয়েকদিন কাজের চাপে ছিলেন। ব্যাঙ্কে কর্মরত অবস্থায় চেয়ার থেকে পড়ে যান তিনি। পরে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।’
ফতিমার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ সামনে আসবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তে অনুমান, প্রচণ্ড মানসিক চাপ থেকেই এমন ঘটনা।
বেসরকারি ব্যাঙ্ক কর্মীর মৃত্যুকে ‘উদ্বেগজনক’ বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অভিযোগ, ‘মানুষ চাপের মুখে কাজ করতে বাধ্য হচ্ছেন। চাকরিজীবীদের অবস্থা বন্ডেড লেবারদের থেকেও খারাপ। তাঁদের কথা বলার কোনও অধিকার নেই। সরকার সমস্যা মেটানো তো দূর ভিত্তিহীন আলোচনা করতে ব্যস্ত।’
রবিবারই পুণেতে একই ধরনের মৃত্যুর ঘটনা ঘটে। কাজের চাপে মারা যান বছর ছাব্বিশের এক তরুণী। বিগ ফোর অ্যাকাউন্টিং ফার্মগুলির মধ্যে অন্যতম ইওয়াই পুণেতে কাজে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু আচমকাই এক মর্মান্তিক পরিণতিতে প্রাণ খোয়াতে হয় তাঁকে। পরিবারের অভিযোগ, ‘ওই সংস্থায় যোগ দেওয়ার চার মাসের মধ্যেই কাজের বিস্তর চাপ ছিল তরুণীর উপর। সেই কারণেই এমন ভয়ানক পরিণতি।’