শেষ আপডেট: 20th July 2024 15:20
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে মুম্বইয়ে। এবার তার জেরেই বড় বিপত্তি ঘটে গেল। শহরের গ্র্যান্ট রোডে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে একজনের। আহত একাধিক। ভেঙে পড়ার সময়ে ৩০-৪০ জন সেই বাড়িতে ছিলেন বলে জানা গেছে। তাই অনেকের চাপা পড়ার আশঙ্কা করা হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, শেষ তিনদিনে মুম্বইয়ের ওই এলাকায় প্রবল বৃষ্টি হয়েছে। তার জেরেই ভেঙে পড়েছে ওই বাড়ির একাংশ। যদিও বাড়িটি বেশ পুরনো বলে জানতে পেরেছে তারা। এই ঘটনায় এক মহিলার মৃত্যুর পাশাপাশি ৩ জন আহত হয়েছে। তবে ৩০-৪০ জন বাসিন্দার আটকে পড়ার সম্ভাবনা তৈরি হলেও তাদের সময় মতো উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। ওই বাড়িটি 'রুবিনিসা মনজিল' বলে পরিচিত। তারই দুই এবং তিনতলার একাংশ ভেঙে পড়েছে।
এখনও যে বিপদ কেটেছে এমনটা নয়। কারণ ওই বাড়িটির একটা অংশ বিপজ্জনকভাবে ঝুলে আছে। সেটি যাতে আবার ভেঙে না পড়ে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি রয়েছে দমকল বাহিনীও।
বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে মুম্বইয়ে সবজি বাজার থেকে রেললাইন, সড়ক সর্বত্রই জল থইথই অবস্থা। শুক্রবার ৭৮ মিলিমিটার বৃ্ষ্টিপাতের পর শনিবার সকাল থেকেও শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। সেই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে সাগরও উত্তাল। আগামী ২৪ ঘণ্টা মু্ম্বই ও পালঘরে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। থানে জেলার ক্ষেত্রে জারি করা হয়েছে কমলা সতর্কতা। ফলে সংশ্লিষ্ট জায়গাগুলিতে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।