শেষ আপডেট: 31st July 2024 21:42
দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক সময়ে মুম্বই থেকে একাধিক পথ দুর্ঘটনার খবর সামনে এসেছে। ভিন্ন ভিন্ন ঘটনায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যুও হয়েছে একাধিক। তবে দেশের রাজধানী দিল্লিতে যা ঘটল তা যেন সবকিছুকে ছাপিয়ে গেছে। রাস্তায় বাইক চালাতে চালাতে বচসা এবং তার জেরে চলল গুলি! ঘটনায় নিহত এক মহিলা।
দিল্লি পুলিশ জানিয়েছে, গোকালপুরী ফ্লাইওভার দিয়ে হীরা সিং, তাঁর স্ত্রী সিমরানজিৎ কৌর এবং তাঁদের দুই সন্তানকে নিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন। দুই সন্তানের মধ্যে একজনের বয়স ৪ এবং অন্যজনের ১২। বাইক নিয়ে যাওয়ার সময় হীরার পাশে চলে আসে একটি স্কুটি। দুটি গাড়ির মধ্যে ব্যবধান খুবই কম ছিল এবং প্রায় ধাক্কা লেগে যাচ্ছিল। এই নিয়েই দুই চালকের মধ্যে বচসা শুরু হয়। আর তার জেরেই এই ঘটনা।
গাড়ি চালাতে চালাতে স্কুটি চালকের সঙ্গে ঝগড়া করতে থাকেন হীরা। কিছুক্ষণ পর ফ্লাইওভারের একটি ধারে বাইক দাঁড়ও করিয়ে দেন তিনি। কিন্তু দুজনের মধ্যে বাদানুবাদ বন্ধ হয়নি। প্রত্যক্ষদর্শীদের কথায়, কিছুক্ষণ পরেই স্কুটিতে থাকা ওই ব্যক্তি ফ্লাইওভার থেকেই গুলি চালায়। সেই সময়ে সেতুর নীচ দিয়ে যাচ্ছিল হীরার বাইক। তখন পিছনে বসে থাকা সিমরানজিতের গলায় গুলি লাগে। বাইক থেকে পড়ে যান তিনি। গুলির আওয়াজে চারিদিকে শোরগোল পড়ে যায়।
পুলিশ সূত্রে খবর, এক রাউন্ড গুলি চালানো হয়েছে। আর সেই গুলিই এসে লাগে সিমরানজিতের গলা এবং বুকের সংযোগস্থলে। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালের বেডে দেওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় খুনের মামলা দায়ের করা হয়েছে। যদিও এখনও কাউকে ধরা সম্ভব হয়নি। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। তার ভিত্তিতেই চলছে তদন্ত।