শেষ আপডেট: 5th December 2024 09:06
দ্য ওয়াল ব্যুরো: মুক্তির আগেই সব রেকর্ড ভেঙে দেওয়ার মুখে ছিল আল্লু অর্জুনের 'পুষ্পা ২'। সেই ছবি মুক্তির সময়ে যে চরম উত্তেজনার সৃষ্টি হবে তা আন্দাজ করাই গেছিল। তবে সিনেমা দেখতে গিয়ে কারও মৃত্যু হবে, এমনটাই কেউ ভাবেননি। হায়দরাবাদে তাই হল। পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তাঁর ছেলে।
হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে বুধবার স্ক্রিনিং ছিল 'পুষ্পা ২'-এর। সেখানে ছবির সঙ্গীত পরিচালকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন মুখ্য অভিনেতা আল্লু অর্জুনও। তাঁকে নিয়ে দর্শক কতটা উত্তেজিত থাকে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই উত্তেজনাই প্রাণ কেড়ে নিয়েছে ওই মহিলার। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে ওই হলে মাত্রাতিরিক্ত ভিড় হয়ে গেছিল। ফলে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। সেই ভিড়ের চাপেই মৃত্যু হয়েছে মহিলার।
পুলিশ জানিয়েছে, হলে এতটাই ভিড় হয়ে গেছিল যে মেন গেট ভেঙে যায়। তারপর হুড়মুড়িয়ে ভিতরে ঢুকতে শুরু করেন আমজনতা। ভিড়ের মধ্যে ছিলেন ৩৫ বছর বয়সি ওই মহিলা এবং তাঁর ৯ বছরের ছেলেও। দুজনেই ভিড়ের চাপে পড়ে যান এবং পদপিষ্ট হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার এবং তাঁর ছেলে গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। ভিড় প্রতিরোধে পুলিশ লাঠিচার্জও করেছিল। কিন্তু তা নিয়ন্ত্রণ করা যায়নি।
মনে করা হচ্ছে, আল্লু অর্জুন সেখানে আসবেন তা অনেকেই জানতেন না। তাই নিরাপত্তাও সেভাবে বাড়ানো হয়নি থিয়েটারে। আর আচমকা অভিনেতা এসেছেন এই খবর পাওয়ার পরই আরও ভিড় হতে শুরু করে। যারা সিনেমা দেখতে এসেছিলেন তাঁরা তো ছিলেনই, শুধুমাত্র অভিনেতাকে দেখতে আরও লোক আসেন। তখনই এই পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়।