অভিযোগ, নাবালিকা তার দুই বন্ধুর সঙ্গে ষড়যন্ত্র করে পালিত মা'কে খুন করে। প্রথমে তাঁকে পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। বালিশ চাপা দিয়ে খুন করা হয়।
পালিত মেয়ের
শেষ আপডেট: 17 May 2025 15:27
দ্য ওয়াল ব্যুরো: সদ্যোজাত শিশুকে রাস্তা থেকে তুলে নিজের মেয়ের মতোই মানুষ করছিলেন। কয়েক বছর পর সম্পত্তির লোভে দত্তক নেওয়া সন্তানই খুন করল পালিত মাকে। পথের 'কাঁটা' দূর করতেই নৃশংস খুন! ওড়িশার এই ঘটনায় উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য (Odisha Woman Killed)।
পুলিশ সূত্রে খবর, কয়েক বছর আগে রাজলক্ষ্মী এবং তাঁর স্বামী যতীন্দ্র কুমার পাণ্ডা ভুবনেশ্বরের রাস্তা থেকে সদ্যোজাত শিশুটিকে (Abandoned on the Roadside) নিজেদের বাড়ি নিয়ে আসেন। দম্পতির নিজেদের সন্তান ছিল না, তাই একরত্তিকেই দত্তক নিয়েছিলেন। এক বছরের মধ্যেই স্বামীর মৃত্যু হয়। এরপর একা হাতেই সন্তানের লালন পালন করছিলেন রাজলক্ষ্মী। মেয়ের পড়াশোনার জন্য অন্যত্র বাড়ি ভাড়া নিয়েও থাকছিলেন। বর্তমানে মেয়েটির বয়স ১৩। অষ্টম শ্রেণির পড়ুয়া।
অভিযোগ, নাবালিকা তার দুই বন্ধুর সঙ্গে ষড়যন্ত্র করে মা'কে খুন করে। প্রথমে তাঁকে পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়।এরপর বালিশ চাপা দিয়ে খুন করা হয়। পরিবারকে জানানো হয়, হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজলক্ষ্মীর। পরিবারের উপস্থিতিতেই শেষকৃত্য সম্পন্ন হয়।
তবে দু'সপ্তাহ পর রাজলক্ষ্মীর দাদা শিবা প্রসাদ শর্মা নাবালিকার ফোনে অভিযুক্ত দুই বন্ধুর চ্যাট দেখতে পায়। সেখানেই বোঝা যায়, মা'কে খুন করতে অনেকদিন ধরেই ষড়যন্ত্র করছিল মেয়ে। দ্রুত থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে নাবালিকা-সহ দুই যুবককে গ্রেফতার করে।
প্রাথমিক তদন্তে জানা যায়, ওই দুই যুবকের সঙ্গে সম্পর্ক ছিল নাবালিকার। এনিয়ে একাধিকবার বাধা দিয়েছিলেন রাজলক্ষ্মী। কিন্তু সে কথা শোনেনি। দিনের পর দিন অবাধ্য হয়ে পড়ছিল। মায়ের গয়না ও সম্পত্তির উপরও লোভ ছিল তার। নিজের উদ্দেশ্য সফল করতেই ওই মহিলাকে খুনের পরিকল্পনা করে অভিযুক্ত নাবালিকা।
জেরায় জানা যায়, গত ২৯ এপ্রিল রাতে পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মাকে খাওয়ায় ওই নাবালিকা। তিনি অচৈতন্য হয়ে পড়লে রাথ ও সাউ-দুই যুবক ঘরে ঢোকে। তিনজন মিলে শ্বাসরোধ করে খুন করে ওই মহিলাকে। রাজলক্ষ্মীর হার্টের সমস্যা থাকায় তাঁর মৃত্যুতে কেউ সন্দেহ করেননি।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, প্রায় দু লক্ষ টাকার সোনার গয়না আগেই এক অভিযুক্তকে দিয়েছিল নাবালিকা। পুলিশ ৩০ গ্রাম সোনা উদ্ধার করেছে। তিনজনকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা চলছে।