শেষ আপডেট: 30th October 2024 12:49
দ্য ওয়াল ব্যুরো: রাস্তার ধারের একটি দোকান থেকে মোমো কিনে খেয়েছিলেন। কিন্তু তার পরিণতি যে এতটা ভয়ানক হবে তা কে জানত? এবার হায়দরাবাদে মোমো খেয়ে মৃত্যু হল এক মহিলার। অন্যদিকে, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি কমপক্ষে ২০ জন। ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
হায়দরাবাদের নন্দী নগরের বানজারা পাহাড় এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, গত ২৫ অক্টোবর রাস্তার পাশে একটি দোকান থেকে মোমো খেয়েছিলেন ৩ জন। যার মধ্যে ছিলেন ওই মহিলা এবং দুই নাবালিকা। মহিলার নাম রেশমা বেগম (৩৩)।
পুলিশ জানিয়েছে, মোমো খাওয়ার পরই বাধে বিপত্তি। শুরু হয় বমি ও পেট ব্যথা। তবে এমন পরিস্থিতিতে প্রথমে হাসপাতালে যাননি তাঁরা। ভেবেছিলেন কয়েকদিন বাড়িতে বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময় গড়ালে অবস্থার অবনতি হতে শুরু করে তাঁদের। এরপর ২৭ অক্টোবর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সিঙ্গল মাদার রেশমার। তাঁর দুই নাবালিকা মেয়ে (একজনের বয়স ১২ এবং অপরজনের ১৪) এখনও চিকিৎসাধীন।
মোমো বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশপাশি দোকান থেকে নমুনা সংগ্রহ করেছে খাদ্য নিরাপত্তা বিভাগ। হায়দরাবাদ পুরসভার খাদ্য নিরাপত্তা আধিকারিকরা বানজারা হিলস থানার পুলিশকে নিয়ে ওই দোকানে হানা দেন। খাদ্য নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন, ওই দোকানের খাদ্য নিরাপত্তা সংক্রান্ত কোনও লাইসেন্স ছিল না। পাশাপাশি সেখানকার খাবারও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশেই তৈরি করা হত। এরপরই পুলিশ মোমো বিক্রেতা-সহ মোট দু’জনকে গ্রেফতার করে। দুজনেই বিহারের বাসিন্দা বলে খবর। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
শুধু রেশমা ও তাঁর দুই মেয়ে নয় আশেপাশের এলাকার কমপক্ষে ২০ জন ওই দোকান থেকে মোমো খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।