শেষ আপডেট: 6th February 2025 16:52
দ্য ওয়াল ব্যুরো: হঠাৎই পা পিছলে কুয়োয় পড়ে যান স্বামী। ৪০ ফুট কুয়োয় নেমে ভালবাসার মানুষকে উদ্ধার করলেন স্ত্রী। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে কেরলে। জানা গিয়েছে পিরাভম পৌরসভার ইলানজিক্কাভিলের বাসিন্দা ৬৪ বছর বয়সি রামেসান পা হড়কে কুয়োতে পড়ে যান।
সূত্রের খবর, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার রামেসান উঠোনের কাছে লঙ্কা কুড়োচ্ছিলেন। তখনই একটি গাছের ডাল ভেঙে যায়। যার জেরে কুয়োর মধ্যে পড়ে যান তিনি। কুয়োটি প্রায় ৪০ ফুট গভীর ছিল বলে জানা যাচ্ছে। যার নীচে প্রায় পাঁচ ফুট জল ছিল।
রামেসানের স্ত্রী পদ্মম স্বামীকে পড়ে যেতে দেখে তড়িঘড়ি একটি প্লাস্টিকের দড়ি ছুড়ে মারেন। কিন্তু তাতেও কোনও কাজ না হওয়ায় নিজেই ঝাঁপ দেন কুয়োয়। আত্মীয়দের বলেন, তাঁরা জেন দমকলে খবর দেন।
পিরাভম নিলয়ামের দমকল কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। দড়ি এবং জাল ব্যবহার করে দু'জনকেই ওপরে তুলে নিয়ে আসেন। আহত অবস্থায় স্বামী-স্ত্রী দু'জনকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হতেই স্বামীর প্রতি পদ্মামের ভালবাসা, তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন নেটিজেনরা।