শেষ আপডেট: 7th March 2025 21:11
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির আন্তর্জাতিক (Delhi Airport) বিমানবন্দরে কর্মরত থাকাকালীনই আত্মহত্যা করলেন এক মহিলা সিআইএসএফ জওয়ান (Women CISF)। বিমানবন্দরের শৌচাগারে নিজেকে গুলি মেরে আত্মঘাতী হন তিনি। সূত্রের খবর, সিআইএসএফ হেড কনস্টেবল পদে ছিলেন ওই জওয়ান। তাঁর মৃত্যুতে অনেক প্রশ্ন উঠেছে। কী কারণে এই ঘটনা ঘটালেন তিনি তা এখনও স্পষ্ট নয়।
কিরণ নামের ওই মহিলা কনস্টেবল কোনও মানসিক সমস্যায় ভুগছিলেন কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে, পারিবারিক বা অর্থনৈতিক অথবা, অন্য কোনও সমস্যা তাঁর ছিল কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দরের মধ্যে গুলি চলার ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ যাত্রীরা। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি মৃতার পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলেন তাঁরা।
এদিকে শুক্রবারই দিল্লির চাণক্যপুরীতে বিদেশ মন্ত্রকের আবাসনে এক এক ফরেন সার্ভিসের আধিকারিক আত্মঘাতী হয়েছেন। ওই অফিসার ২০১১ সালের ব্যাচের, তাঁর নাম জিতেন্দ্র রাওয়াত। ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রের খবর।
আবাসনে বৃদ্ধা মায়ের সঙ্গে থাকতেন ওই আধিকারিক। দেরাদুনে তাঁর স্ত্রী ও দুই সন্তান থাকতেন। তিনিও কী কারণে আত্মঘাতী হয়েছেন তা জানতে পারেনি পুলিশ। পরিবারের সঙ্গে কথা বলে তাঁর মানসিক পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে পুলিশের অনুমান, তিনি বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন। যদিও তার কারণ এখনও অজানা।