শেষ আপডেট: 29th July 2024 16:50
দ্য ওয়াল ব্যুরো: তাকে দেখামাত্রই যে কেউ পালাবে। কেউ ভয়ে সিঁটিয়ে থাকবে এক কোণে। কিন্তু অজিতা পাণ্ডের কাছে এমন ঘটনা খুবই সাধারণ ব্যাপার। তাঁর ভয়ডর নেই। খালি হাতেই তিনি কাবু করতে পারেন সরীসৃপকে। এক ঘরের কোণে লুকিয়ে থাকা সাপটিকে একা হাতেই সামলে নিলেন অজিতা।
ছত্তীসগড়ের বিলাসপুরের একটি অফিসে তখন তোলপাড় চলছে। ঘরের মধ্যে একটি সাপ ঢুকে গেছে এবং সেটি লুকিয়ে আছে কোনও একটি জায়গায়। ভয় তটস্থ সকল কর্মীরাই। সেই সময়ে ডাক পড়ল বাস্তবের বাবুরাম সাপুড়ে, অজিতা পাণ্ডের। ঘরে ঢুকেই তিনি জানতে চাইলে সাপটি কোথায়। অফিসের কর্মীরা আঙুল তুলে একগুচ্ছ বইয়ের দিকে দেখালেন। বোঝা গেল তারই পিছনে লুকিয়ে আছে 'মহাশয়'।
এরপরই যা ঘটল তা কেউই প্রথমে বিশ্বাস করতে পারেননি। বইয়ের স্তুপের পিছনের দিকে হাত দিয়েই সাপটিকে ধরে ফেললেন অজিতা! একেবারে খালি হাতেই সাপটিকে ধরে নিজের হাতেই কার্যত পেঁচিয়ে নিলেন তিনি। সমাজমাধ্যমে এই ভিডিও নিজেই শেয়ার করেছেন অজিতা। সেই এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে কাউকে বলে শোনা যায়, সাপটি কিন্তু লাফ মারতে পারে! যদিও সেই কথা শুনে ভয়ের লেশমাত্র দেখা যায়নি অজিতার মুখে।
তাঁর এই ভিডিও দেখে নেটিজেনরা তাজ্জব হয়ে গেছে। কেউ বলছেন, 'এতটাও ক্যাজুয়াল কি হতে হয় কখনও!' আবার কেউ বলছেন, 'ইনিই হলেন সত্যিকারের হিরোইন, সিনেমায় যাদের দেখা যায় তারা নয়।' প্রত্যেকেই এই ভিডিও দেখার পর এই মহিলাকে কুর্নিশ জানিয়েছেন। প্রসঙ্গত, অজিতা পাণ্ডে একজন ট্রেনিং প্রাপ্ত স্নেক রেসকিউয়ার হিসেবেই পরিচিত।
I first thought she’s here to fix the HDMI cable that might have come loose ???????? pic.twitter.com/U3vt3o53R2
— Yo Yo Funny Singh (@moronhumor) July 27, 2024
সাপটি ধরার পর অজিতা জানান, এটি একমই বিষাক্ত সাপ নয়। শুধু ইঁদুর খায় এরা। কোনও ভাবে ভয় পেয়ে বইগুলির খাঁজে লুকিয়ে ছিল। সাপ কামড়ানোর ভয় নেই কি তাঁর নেই, এই প্রশ্নের উত্তরে অজিতা বলেন, ''আমি তো ওকে ডিস্টার্ব করিনি। তাহলে কামড়াবে কেন?''