শেষ আপডেট: 24th September 2024 13:47
দ্য ওয়াল ব্যুরো: রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় গায়ে ছিটকে লেগেছিল নোংরা কাদাজল। ঘটনার প্রতিবাদ জানাতেই তরুণী কলেজপড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের রেওয়া জেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠতেই অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রবিবার নিজের মোবাইল সারাতে দোকানে যাচ্ছিলেন নির্যাতিতা। বৃষ্টির কারণে রাস্তায় জল জমেছিল, তার উপর দিয়ে দ্রুত বাইক চালিয়ে যাচ্ছিল দুই অভিযুক্ত। অভিযোগ, সেই সময় রাস্তার নোংরা কাদাজল তরুণীর গায়ে ছিটকে লাগে।
এরপর প্রতিবাদ করতে গেলে বাধে বিপত্তি। রাগে তরুণীকে অপহরণ করে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে দুই বাইক সওয়ারির বিরুদ্ধে। পরে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
দুই অভিযুক্তকে জেরা করে পুলিশের হাতে উঠে এসে চাঞ্চল্যকর তথ্য। জেরায় অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে, ভরা রাস্তায় গায়ে নোংরা জল লাগতেই তরুণী চেঁচামেচি শুরু করেন। সেটাই তাদের ‘মানে’ লাগে। পরে তরুণীকে শিক্ষা দেওয়ার জন্যই তাঁকে অপহরণ করে একটি নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর উপর চলে নারকীয় অত্যাচার।
ইতিমধ্যে তরুণীর শারীরিক পরীক্ষার পাশাপাশি তাঁর বয়ানও সংগ্রহ করেছে পুলিশ। চলতি মাসের ৬ তারিখেই মধ্যপ্রদেশের উজ্জয়নে নির্যাতনের শিকার হন এক তরুণী। অভিযোগ, তাঁকে জোর করে মদ্যপান করায় অভিযুক্ত। তারপর প্রকাশ্য রাস্তাতেই তাঁকে ধর্ষণ করে।
তবে মহিলার ওপর ক্ষোভ তার এখানেই মেটেনি। ধর্ষণ করার সেই ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দেন নিজেই। এরপরই ভিডিওর সূত্র ধরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।