বন্যায় ভাসছে দিল্লি।
শেষ আপডেট: 1st August 2024 08:22
দ্য ওয়াল ব্যুরো: আরও দু'টি প্রাণ চলে গেল দিল্লির বন্যায়। ২২ বছরের এক তরুণী তাঁর ছোট্ট ছেলেকে নিয়ে ডুবে গেলেন ড্রেনে। ডুবুরি এবং ক্রেনের সাহায্যে কোনও রকমে তাঁদের উদ্ধার করা হয় ভারী বৃষ্টির মধ্যে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশ জানিয়েছে, মত তনুজা ও তাঁর তিন বছরের ছেলে প্রিয়াংশ গাজীপুর এলাকার খোদা কলোনির কাছে একটি সাপ্তাহিক বাজারে গিয়েছিলেন। বুধবার রাত আটটার দিকে তাঁরা পা পিছলে পড়ে যান একটি নির্মীয়মাণ ড্রেনে। জলে আবদ্ধ হয়ে ছিল ড্রেনটি।
অন্যদিকে, উত্তর দিল্লির সবজি মান্ডি এলাকায়, মুষলধারে বৃষ্টির পরে একটি বাড়ি ধসে গিয়ে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। খবর পাওয়ার পরে দমকল গিয়ে ধ্বংসস্তূপ থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে আশঙ্কাজনক অবস্থায়।
দেখুন ভিডিও।
#BREAKING ⚡Another accident has happened in Delhi.
— jamil malek (@jamilmalek21) July 31, 2024
A building collapsed in Sabzi Mandi area ????amid heavy rains. Many people are feared to be trapped under the debris.#Delhi #buildingcollapse #delhirains pic.twitter.com/wjRO6BuBkr
দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত কুঞ্জ এলাকাতেও দেওয়াল ধসে এক মহিলা আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দিল্লিতে মাত্র এক ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জাতীয় ফ্ল্যাশ ফ্লাড গাইডেন্স বুলেটিনে দিল্লিকে ‘উদ্বেগজনক এলাকা’র তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।
অতিরিক্ত বৃষ্টি এবং প্রায় গোটা শহরই জলমগ্ন হয়ে যাওয়ায় আজ, বৃহস্পতিবার দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কনট প্লেস, মিন্টো রোড, মোতি বাগের ট্রাফিকের অবস্থা বেশ খারাপ। মিন্টো ব্রিজের নীচের আন্ডারপাস-সহ আরও বেশ কিছু আন্ডারপাস বন্ধ হয়ে গিয়েছে। চাঁদনি চকের মতো ব্যস্ত এলাকা ভেসে গিয়েছে। রাজধানীর একাধিক এলাকায় উপরে পড়েছে গাছ। একাধিক বিমানের রুটও পরিবর্তিত করে দেওয়া হয়েছে ঝড়বৃষ্টির জেরে। আপাতত বৃষ্টি থামার কোনও লক্ষ্মণের কথা জানায়নি আবহাওয়া দফতর। জারি করেছে রেড অ্যালার্ট।