শেষ আপডেট: 29th January 2025 12:21
দ্য ওয়াল ব্যুরো: মৌনী অমাবস্যায় লণ্ডভণ্ড অবস্থা প্রয়াগরাজে। মহাকুম্ভে এবার পদপিষ্টের ঘটনা ঘটেছে। মৌনী অমাবস্যার পবিত্র স্নানের সময়ে মাত্রাতিরিক্ত ভিড়ের কারণ ঘটেছে এই বিপর্যয়। র্যাপিড অ্যাকশন ফোর্স নেমে এখন পরিস্থিতি সামাল দেওয়ার ব্যবস্থা করছে। কিন্তু ঘটনার মুহূর্তে ঠিক কী হয়েছিল, সংবাদমাধ্যমে তার ব্যাখ্যা দিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। জানিয়েছেন, পালিয়ে যাওয়ারও কোনও উপায় ছিল না।
মৌনী অমাবস্যায় লক্ষ লক্ষ তীর্থযাত্রী প্রয়াগরাজের সঙ্গমে স্নান করতে ভিড় জমিয়েছিলেন। প্রবল ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খায় মেলা কর্তৃপক্ষ। পরে ঘোষণার মাধ্যমে ভক্তদের দ্রুত ঘাট খালি করার অনুরোধ জানানো হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলত পদপিষ্টের মতো ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আর প্রচুর মানুষ গুরুতর আহত।
মহাকুম্ভে নিরাপত্তা ব্যবস্থায় কোনও ঘাটতি রাখেনি যোগী সরকার। কিন্তু তা সত্ত্বেও এত বড় ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে অনেক প্রশ্নচিহ্ন। পদপিষ্ট হওয়া থেকে কোনওরকমে বেঁচে গিয়েছেন কর্নাটকের বাসিন্দা সরোজিনী নামের এক মহিলা। তিনি সংবাদমাধ্যমে জানান, দুটি বাস মিলিয়ে কমপক্ষে ৬০ জন এসেছিলেন তাঁরা। ৯ জনের এক একটি দল করে স্নানে নেমেছিলেন। কিন্তু হঠাৎ ভিড়ের চাপ প্রচণ্ড বাড়তে থাকে। পরিস্থিতি আচমকা এতটাই খারাপ হয়ে গেছিল যে আর কোনও দিকে যাওয়ার সুযোগ ছিল না। যেন বন্দি হয়ে গেছিলেন তাঁরা। সরোজিনীর কথায়, 'পালানোর সুযোগ পাইনি। দমবন্ধ হয়ে যাচ্ছিল...'
কিছু পুণ্যার্থীদের বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগও তুলেছেন কয়েকজন। তাঁরা দাবি করেছেন, ভিড় বাড়তে থাকলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি, উল্টে ধাক্কা মারা হয় জলের মধ্যে। তার জন্য আরও শোরগোল শুরু হয়। এই কারণে বহু ভক্ত মৌনী অমাবস্যার স্নান না করেই ফিরে যেতে বাধ্য হন। মেলা কর্তৃপক্ষের তরফে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভক্তদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, তাঁরা যেন সঙ্গমের দিকে না যান এবং অন্যান্য স্নান ঘাট ব্যবহার করেন।
ভয়াবহ ঘটনার পর একাধিক আখড়া ‘অমৃত স্নান’ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। জুনা আখড়ার মুখপাত্র নারায়ণ গিরি জানান, পরিস্থিতির চাপে আপাতত স্নান স্থগিত রাখা হয়েছে। একই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি মহন্ত রবীন্দ্র পুরী।