মাত্র ২ মিনিট। এইটুকু সময়ই ভাগ্য বদলে দিল দুই বন্ধুর। একজন কোনও রকমে বেঁচে গেল, অন্যজন অকালেই চলে গেল সব মায়া কাটিয়ে।
ফাইল ছবি
শেষ আপডেট: 14 June 2025 13:32
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২ মিনিট। এইটুকু সময়ই ভাগ্য বদলে দিল দুই বন্ধুর। একজন কোনও রকমে বেঁচে গেল, অন্যজন অকালেই চলে গেল সব মায়া কাটিয়ে। আমদাবাদের বিমান দুর্ঘটনা (Ahmedabad Plane Crash) এইভাবে শেষ করে দিল বন্ধুত্বও।
১২ জুন এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Crash) টেক-অফের কিছু সেকেন্ড পরেই ভেঙে পড়ে। একজন যাত্রী ছাড়া বিমানের সব যাত্রীরই মৃত্যু হয়েছে এই ঘটনায়। ওই বিমান ভেঙে পড়েছিল বিমানবন্দর লাগোয়া জুনিয়র ডাক্তারদের হস্টেলে (Junior Doctors Hostel) ওপর। শেষ পাওয়া খবর অনুযায়ী সেখানের ৪ পড়ুয়ার মৃত্যু হয়েছে। তাদের মধ্যেই একজন আরিয়ান রাজপুত।
ঘটনার দিন দুপুর ২টো। হস্টেলের ক্যান্টিনে বাকি অনেকের মতোই বন্ধুর সঙ্গে লাঞ্চ করতে বসেছিল আরিয়ান। খাওয়া হয়ে যাওয়ায় তারা ওপরেই নিজের রুমেই চলে যাচ্ছিল। কিন্তু হঠাৎ আরিয়ান তার বন্ধুকে বলে, 'তুই যা, আমি হাত ধুয়ে আসছি।' এই বলে নিজেরও ফোনও বন্ধুকে দিয়ে দেয় সে। বন্ধু ঘরে চলে যায়। ঠিক সেই সময়ই হস্টেল ভেদ করে ঢুকে যায় এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান। তছনছ হয়ে যায় সবকিছু।
আরিয়ানকে ছেড়ে রুমে আসতে ওই তরুণের দু মিনিট সময় লেগেছিল। এইটুকু সময়ের মধ্যেই এত বড় ঘটনা ঘটে গেল। প্রথমে নিজের চোখে ক্যান্টিনের অবস্থা দেখে বিশ্বাস করতে পারেনি ওই তরুণ। বন্ধু আরিয়ানকেও খুঁজে পায়নি। পরে উদ্ধারকারী দল তাঁকে খুঁজে বের করে হাসপাতালে নিয়ে যায়। তখন তাঁর বাড়ির লোককে ফোন করে খবর দেয় তরুণ। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। নিথর হয়ে গেছে আরিয়ান।
বন্ধুর সঙ্গে লাঞ্চ করার সময়ও সে জানত না, এটাই তাঁদের একসঙ্গে খাওয়া শেষ খাবার...