কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু মঙ্গলবার এই ঘোষণা করেন।
শেষ আপডেট: 5 November 2024 12:13
দ্য ওয়াল ব্যুরো: সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু মঙ্গলবার এই ঘোষণা করেন। এক এক্সবার্তায় তিনি লিখেছেন, সরকারের সুপারিশে রাষ্ট্রপতি সংসদের শীত অধিবেশন ডেকেছেন। আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। ২৬ নভেম্বর (সংবিধান দিবস) পালিত হবে সংবিধান গৃহীত হওয়ার ৭৫-তম বর্ষ। সংবিধান সদনের সেন্ট্রাল হলে দিনটি পালিত হবে।
এই অধিবেশনেই নরেন্দ্র মোদী সরকার বিতর্কিত ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ পাশ করাতে মরিয়া হবে। যাকে কেন্দ্র করে রাজ্যসভা ও লোকসভা দুই কক্ষই উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি এই বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকেই রক্তারক্তি কাণ্ড বাধে। নিয়মিত বিভিন্ন রাজ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসছে জেপিসি। যতদূর জানা গিয়েছে, এখনও যৌথ সংসদীয় কমিটি এই সংশোধনী বিল নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারেনি।
শীত অধিবেশনে আরেকটি বহু চর্চিত বিল এক দেশ, এক ভোট বিল পেশ করতে পারে কেন্দ্র। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোরের সঙ্গে বলেছিলেন যে, তাঁর সরকার এক দেশ, এক ভোটের লক্ষ্যে এগিয়ে চলেছে। এই বিল পাশ হলে দেশে লোকসভা ও বিধানসভার ভোটগুলি একসঙ্গে হবে। প্রধানমন্ত্রী মোদীর মতে, এই বিল আইনে পরিণত হলে দেশের গণতন্ত্র শক্তিশালী হবে।
এই বিল নিয়ে আলোচনাতেও শীত অধিবেশন গরম হয়ে উঠতে চলেছে। কারণ কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের অধিকাংশ আঞ্চলিক দল এই বিলের বিরোধী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেই দিয়েছেন, এই ধারণা বাস্তবে রূপায়িত হওয়ার অসম্ভব। তিনি সংবাদ সংস্থাকে বলেছেন, প্রধানমন্ত্রী মোদী যা বলছেন তা করতে পারবেন না। কারণ এটা সংসদে উত্থাপিত হলে তাঁকে প্রতিটি সদস্যের আস্থা নিতে হবে। তা অসম্ভব। এছাড়াও সংসদ শুরুর মুখেই ২৩ নভেম্বর ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র বিধানসভার ফলপ্রকাশ হবে। তা নিয়েও শাসক এনডিএর সঙ্গে মুখোমুখি মোলাকাত হবে ইন্ডিয়া জোটের।